পোর্তোতে যোগ দিলেন আর্জেন্টাইন মারচেসিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৩ আগস্ট ২০১৯
পোর্তোতে যোগ দিলেন আর্জেন্টাইন মারচেসিন

ফাইল ছবি

ইকার ক্যাসিয়াসের স্থানে গোলরক্ষক হিসেবে আর্জেন্টাইন অগাস্টিন মারচেসিনের সাথে চুক্তি করেছে পোর্তো। ক্লাব সূত্র শুক্রবার এ ঘোষণা দিয়েছে। হৃদরোগের কারণে খেলা ছেড়ে আপাতত ক্লাবের কোচিং স্টাফ দলে যোগ দিয়েছেন স্প্যানিশ অভিজ্ঞ গোলরক্ষক ক্যাসিয়াস।

৩১ বছর বয়সী মারচেসিন মেক্সিকোর ক্লাব আমেরিকা থেকে ৭.২ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের চুক্তিতে এস্তাদিও ডো ড্রাগাওতে যোগ দিয়েছেন।

রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক অধিনায়ক ক্যাসিয়াস গত মে মাসে অনুশীলনের সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন।

এক বিবৃতিতে পোর্তোর পক্ষ থেকে বলা হয়েছে, খেলোয়াড়, কোচ ও দলীয় ব্যবস্থাপনার সাথে যোগাযোগের বিষয়টি এখন থেকে ক্যাসিয়াস দেখাশুনা করবে। পরবর্তীতে তার কাজের ধরণ আরও বৃদ্ধি করা হবে।

জাপানের মিডফিল্ডার শোয়া নাকাজিমা ও স্পার্টাক মস্কো ফরোয়ার্ড জে লুইসের পর এবারের গ্রীষ্মে সপ্তম খেলোয়াড় হিসেবে পোর্তোতে যোগ দিলেন মারচেসিন।

আগামী ৯ আগস্ট থেকে পর্তুগীজ লিগের নতুন মৌসুম শুরু হবে। একদিন পর নতুন উন্নীত ক্লাব গিল ভিসেন্টের সাথে অ্যাওয়ে ম্যাচ দিয়ে পোর্তো এবারের মৌসুম শুরু করবে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

তিন মাসের জন্য নিষিদ্ধ মেসি

তিন মাসের জন্য নিষিদ্ধ মেসি

কোহলির চোখে সবার উপরে রোনালদো

কোহলির চোখে সবার উপরে রোনালদো

উয়েফা সুপার কাপের ফাইনালে নারী রেফারি

উয়েফা সুপার কাপের ফাইনালে নারী রেফারি

বর্ণবাদী আচরণের সাজা বাড়ালো এফএ

বর্ণবাদী আচরণের সাজা বাড়ালো এফএ