দিনটা ছিল ১৬ জুলাই। টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচটা ছিল শেখ রাসেলের সঙ্গে নোফেলের। সেদিন একবার হ্যাটট্রিক করেছিলেন রাফায়েল ওদোইন। শুক্রবার বিজেএমসির সঙ্গে ম্যাচে করলেন আরেকটি হ্যাটট্রিক। ১৫ দিনের মাথায় এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক।
আবার একইদিন আরেকটি হ্যাটট্রিক এসেছে আরামবাগের সিনেন্দুর কাছ থেকে।
এর মধ্যে দিয়ে বিপিএলে হ্যাট্রটিকের সংখ্যা দাঁড়াল ১০-এ। যারা হ্যাটট্রিক করেছেন তারা হলেন- বসুন্ধরা কিংসের মতিন মিয়া, আরামবাগের জাহিদ হোসেইন ও ম্যাথিউ সিনেন্দু, ঢাকা আবাহনীর নবীব নেওয়াজ জীবন ও সানডে সিজোবা, মুক্তিযোদ্ধা সংসদের বাল্লো ফামৌসা, নোফেল স্পোর্টিং ক্লাবের ইসমাইল বাঙ্গুরা ও শেখ রাসেলের রাফায়েল ওদোইন। দুটি করে হ্যাটট্রিক করেছেন বাঙ্গুরা ও রাফায়েল।