ফুটবল থেকে অবসর নিলেন প্যাট্রিক এভরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ পিএম, ৩০ জুলাই ২০১৯
ফুটবল থেকে অবসর নিলেন প্যাট্রিক এভরা

ফাইল ছবি

ফ্রান্স এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার প্যাট্রিক এভরা সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে তিনি কোচিংয়েই মনোনিবেশ করতে চান। ইতালিয়ান দৈনিক গাজেটা ডেলো স্পোর্টস-এ প্রকাশিত এক রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

৩৮ বছর বয়সী এ ডিফেন্ডারের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘খেলোয়াড় হিসেবে আমার ক্যারিয়ারের এখানেই সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি।’

২০০৬ সালে অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডে আসার আগে এভরা নিস ও মোনাকোতে খেলেছেন। আট বছরের ইউনাইটেড ক্যারিয়ারে এভরা প্রায় ৩০০টি ম্যাচ খেলেছেন। পাঁচটি প্রিমিয়ার লিগ ছাড়াও একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন।

২০১৪ সালে জুভেন্টাসে চুক্তিবদ্ধ হন এ ফ্রেঞ্চ ডিফেন্ডার। ২০১৭ সালে মার্সেই ও পরের বছর ওয়েস্ট হ্যামে পাড়ি জমানোর আগে জুভেন্টাসের হয়ে দুটি সিরিজে শিরোপা জয় করেছেন। এছাড়াও ফ্রান্স জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৮১টি ম্যাট। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে তিনি ফ্রেঞ্চ দলের অধিনায়ক ছিলেন।

কোচিং ক্যারিয়ার সম্পর্কে এভরা বলেছেন, ‘২০১৩ সালে উয়েফা বি-লাইসেন্স কোচিং কোর্স শুরু করেছিলাম। এখন সেটা সম্পন্ন করে এ-লাইসেন্স নিতে চাই। মোট কথা হচ্ছে আগামী এক বছরের মধ্যে আমি কোন দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী।’

এ বিষয়ে তিনি ফার্গুসনের অনুপ্রেরণার বিষয়টি স্মরণ করে এভরা বলেন, ‘তিনি বলেছিলেন আমার এ দলের দু’জন খেলোয়াড় ভবিষ্যতে শীর্ষ পর্যায়ের কোচ হিসেবে ক্যারিয়ার সমৃদ্ধ করবে। একজন হচ্ছেন রায়ান গিগস ও অন্যজন প্যাট এভরা। আমি স্যার অ্যালেক্সকে বাবার মত দেখি। তিনিও আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তখন থেকেই মূলত কোচিংয়ের প্রতি আমি আগ্রহী হয়ে ওঠি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

২০৩০ বিশ্বকাপ আসরে স্বাগতিক হতে চায় স্পেন ও পর্তুগাল

২০৩০ বিশ্বকাপ আসরে স্বাগতিক হতে চায় স্পেন ও পর্তুগাল

রিয়ালের ইনজুরি তালিকায় এবার মেন্ডি

রিয়ালের ইনজুরি তালিকায় এবার মেন্ডি

রিয়ালের ইনজুরি তালিকায় নিয়ে চিন্তিত জিদান

রিয়ালের ইনজুরি তালিকায় নিয়ে চিন্তিত জিদান

নাপোলির কাছে বিধ্বস্ত লিভারপুল

নাপোলির কাছে বিধ্বস্ত লিভারপুল