রিয়ালের ইনজুরি তালিকায় নিয়ে চিন্তিত জিদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৭ জুলাই ২০১৯
রিয়ালের ইনজুরি তালিকায় নিয়ে চিন্তিত জিদান

ফাইল ছবি

লা লিগার নতুন মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের ইনজুরির তালিকা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে দারুণ চিন্তিত ম্যানেজার জিনেদিন জিদান।

প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে ইনজুরির তালিকায় নতুন যুক্ত হয়েছেন কাফ ইনজুরিতে পড়া লেফট-ব্যাক ফারল্যান্ড মেন্ডি। এর আগে থাইয়ের ইনজুরির কারণে ব্রাহিম দিয়াজ ও গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়ে ৯ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন মার্কো আসেনসিও।

দলের এমন ইনজুরি নিয়ে জিদান বলেছেন, ‘আমি এখনও জানি না মার্কোর স্থানে আমি কাকে খেলাব। মার্কোর ইনজুরি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। এতে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। ওই পজিশনে খেলোয়াড় প্রস্তুত করতে হবে।’

ইনজুরির তালিকা বড় হওয়ায় নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছানোতে বেশ চাপের মধ্যে পড়েছেন জিদান। ওয়েলস তারকা গ্যারেথ বেলও রিয়াল ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছেন। সব মিলিয়ে প্রাক-মৌসুমে খুব একটা ভালো সময় কাটাতে পারছে না জিদান বাহিনী।



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালের ইনজুরি তালিকায় এবার মেন্ডি

রিয়ালের ইনজুরি তালিকায় এবার মেন্ডি

২০৩০ বিশ্বকাপ আসরে স্বাগতিক হতে চায় স্পেন ও পর্তুগাল

২০৩০ বিশ্বকাপ আসরে স্বাগতিক হতে চায় স্পেন ও পর্তুগাল

অবশেষে পিএসজির সাথে চায়নায় যাচ্ছেন নেইমার

অবশেষে পিএসজির সাথে চায়নায় যাচ্ছেন নেইমার

রেহাই পেলেন রোনালদো

রেহাই পেলেন রোনালদো