রিয়ালের ইনজুরি তালিকায় এবার মেন্ডি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৬ জুলাই ২০১৯
রিয়ালের ইনজুরি তালিকায় এবার মেন্ডি

ফাইল ছবি

জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের ইনজুরি তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ফারল্যান্ড মেন্ডি। ফ্রান্সের এ লেফট -ব্যাক কাফ ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বলে স্প্যানিশ ক্লাবটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

গত জুলাইয়ে লা লিগার জায়ান্ট ক্লাবে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সি মেন্ডি। তার এ ইনজুরি নতুন করে চাপে ফেলে দিয়েছে জিদানের স্কোয়াডকে। এর আগে কুচকির ইনজুরিতে পড়েছেন মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও। উইঙ্গার ব্রাহিম দিয়াজ পড়েছেন উরুর ইনজুরিতে।

এএস পত্রিকার রিপোর্টে বলা হয়, ৫০ মিলিয়ন ইউরোতে দলভুক্ত হওয়া মেন্ডিকে ইনজুরির কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

আগামী ১৭ আগস্ট সেল্টা ভিগোতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে লা লিগা মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। এর আগে মৌসুম পূর্ব সফরে দুটি প্রীতি ম্যাচ রয়েছে ক্লাবটির। যার প্রথমটি অনুষ্ঠিত হবে শনিবার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। প্রতিপক্ষ আরেক লা লিগা জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্নের কাছে রিয়ালের লজ্জাজনক পরাজয়

বায়ার্নের কাছে রিয়ালের লজ্জাজনক পরাজয়

আলজেরিয়া ফুটবল দলের বীরোচিত সম্বর্ধনা

আলজেরিয়া ফুটবল দলের বীরোচিত সম্বর্ধনা

রেহাই পেলেন রোনালদো

রেহাই পেলেন রোনালদো

অবশেষে পিএসজির সাথে চায়নায় যাচ্ছেন নেইমার

অবশেষে পিএসজির সাথে চায়নায় যাচ্ছেন নেইমার