ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিন বলেন, ‘তাকে (নেইমার) সবাই ভালোবাসে।’ একই সঙ্গে আগামী ফেব্রুয়ারি-মার্চে পিএসজির বিপক্ষে নেইমারের খেলা উপভোগ করতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
শীতকালীণ ট্রান্সফার উইন্ডো উন্মুক্ত হবার সাথে সাথে নেইমার আগামী বছর রিয়ালে যোগ দিতে যাচ্ছেন- এমন গুজবে সরব হয়েছিল ফুটবল বিশ্ব। বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়ন ও গত দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা পাওয়া রিয়াল মাদ্রিদ বর্তমানে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
নভেম্বরে স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, আগামী গ্রীষ্মে নেইমার হয়ত মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন।
এদিকে এক সংবাদ সম্মেলনে জিদান নেইমারের প্রশংসা করে বলেন, সে এমন একজন খেলোয়াড় যে সবাইকে মাতিয়ে রাখে। পুরো ফুটবল বিশ্বই তার খেলা পছন্দ করে। সে একজন অসাধারণ খেলোয়াড়।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চে মাদ্রিদ সমর্থকরা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র লড়াইয়ে পিএসজির বিপক্ষে নেইমারের খেলা উপভোগ করতে পারবে।