লাস ভেগাসে ১০ বছর আগে করা ধর্ষণ মামলার অভিযোগ থেকে রেহাই পেয়েছেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্ঠতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনজীবীরা।
সর্বকালের সেরা ফুটবল তারকাদের অন্যতম জুভেন্টাস উইঙ্গারকে এ মামলায় নির্দোষ ঘোষণা করা হয়েছে। ক্যাথরিন মায়োর্গা নামের এক মহিলা তাকে ধর্ষণ করা হয়েছে বলে ২০১৮ সালের সেপ্টেম্বরে নেভাদার একটি আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। যেখানে বলা হয়, ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলের স্যুইট রুমে তাকে ধর্ষণ করেছিলেন রোনালদো। এ জন্য তাকে ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার প্রদান করা হয়েছিল বলেও জানান তিনি।
ক্লার্ক কাউন্টি ডিস্ট্রিকের অ্যাটর্নি অফিস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একজন মহিলা ২০০৯ সালের ১৩ জুন লাস ভেগাস পুলিশকে অভিযোগ করেন যে তাকে যৌন হয়রানি করা হয়েছে। পরে পুলিশ তাকে পরীক্ষা করানোর জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু তখন নিজের যৌন হয়রানিকারীকে শনাক্ত করতে অস্বীকৃতি জানান তিনি।
প্রসিকিউটররা জানায়, ২০১০ সালে রোনালদো ও মায়োর্গা বিষয়টি নিয়ে আপোষ রফায় আসেন। আইনপ্রয়োগকারী সংস্থাও ২০১৮ সালের ২৮ আগস্টে ফের মামলাটি শুরু করার আগে এ বিষয়ে আর কোন কিছু শোনেননি। নতুন করে শুরু করা মামলায় তিনি দাবি করেন রোনালদোই তাকে যৌন হয়রানি করেছিলেন এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।
ফলে ৮ জুলাই লাস ভেগাস পুলিশ ক্লার্ক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসকে মামলাটি চালানোর আহ্বান জানায়। সোমবার অ্যাটর্নি অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওই সময় উপস্থাপিত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হয়নি এবং তাকে বেকসুর খালাস দেয়া হয়।’