এডেন হ্যাজার্ডের দুই গোলে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে শনিবার প্রিমিয়ার লিগে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ২০১৮ সালে এটি চেলসির প্রথম লিগ ম্যাচে জয়।
সপ্তাহের মাঝামাঝিতে এফএ কাপে পেনাল্টিতে নরউইচ সিটির সাথে ১-১ গোলে ড্র করেছিল চেলসি। আর এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচটি ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্লুজরা। কিন্তু ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যে হ্যাজার্ড ও উইলিয়ানের গোলে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছে চেলসি।
ব্রাইটন ম্যাচের ফিরে আসার চেষ্টা করলেও চেলসি গোলরক্ষক উইলি কাবালেরোর কয়েকটি দুর্দান্ত সেভে গোল করা সম্ভব হয়নি। নিয়মিত গোলরক্ষক থিবাট কোরটোয়িস ইনজুরিতে থাকায় লিগে প্রথমবারের মত মূল একাদশে খেলতে নেমেছিলেন কাবালেরো।
ম্যাচে ব্রাইটন দুইবার পেনাল্টির জোড়ালো আবেদন করলেও রেফারি তা নাকচ করে দেন। ৭৭ মিনিটে হ্যাজার্ড দলের পক্ষে তৃতীয় গোল করলে চেলসির জয় নিশ্চিত হয়। ৮৯ মিনিটে ভিক্টর মোসেস শেষ গোলটি করলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। এ জয়ে লিভারপুলকে টপকে আবারও তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি।