বিশ্বকাপ ফুটবলের বাছাই : বাংলাদেশের প্রতিপক্ষ সবাই শক্তিশালী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৮ জুলাই ২০১৯
বিশ্বকাপ ফুটবলের বাছাই : বাংলাদেশের প্রতিপক্ষ সবাই শক্তিশালী

ফাইল ছবি

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে কঠিন সব প্রতিপক্ষকেই পেয়েছে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, ভারত, ওমান এবং ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার।

বাছাই পর্বের প্রথম রাউন্ড পার করা ছয়টি এবং র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আরও ৩৪টিসহ মোট ৪০ দল নিয়ে বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে বাংলাদেশ পড়েছে ‘ই’ গ্রুপে। এ গ্রুপের পাঁচ দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কাতার।

৫৫তম অবস্থানে আছে এশিয়া কাপের চ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপের আয়োজকরাও রয়েছে। শুধু তাই নয়, গ্রুপের বাকি সদস্যরাও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশের চেয়ে। বাংলাদেশের বর্তমান র‌্যাংকিং ১৮৩তম। গ্রুপের অন্য দলগুলোর মধ্যে ওমান রয়েছে ৮৬তম স্থানে, ভারত ১০১তম স্থানে এবং আফগানিস্তান ১৪৯তম স্থানে।

গ্রুপের প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে পরষ্পরের বিপক্ষে খেলবে। ম্যাচগুলো হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ৯ জুন পর্যন্ত। এ পর্ব শেষে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ সহ মোট ১২ দল পাবে বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের টিকেট। আর গ্রুপ পর্ব শেষে এ ১২ দল সরাসরি পরের বছর এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করবে।

পরের সেরা ২৪ দল নিয়ে আলাদা আরেকটি বাছাই পর্ব হবে। সেখান থেকে নির্ধারিত হবে চীনে ২০২৩ সালের এশিয়ান কাপের বাকি দলগুলো। ফলে বিশ্বকাপের বাছাইয়ে টিকতে না পারলেও সুযোগ থাকবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার । এদিকে ২০২২ সালের ২১ নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। ফাইনাল হওয়ার কথা রয়েছে ১৮ ডিসেম্বরে।



শেয়ার করুন :


আরও পড়ুন

মতিনের হ্যাটট্রিকে ব্রাদার্সকে উড়িয়ে দিল বসুন্ধরা

মতিনের হ্যাটট্রিকে ব্রাদার্সকে উড়িয়ে দিল বসুন্ধরা

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অগ্রগতি, শীর্ষ দশে নেই আর্জেন্টিনা

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অগ্রগতি, শীর্ষ দশে নেই আর্জেন্টিনা

স্বাগতিক লাওসকে হারিয়ে দিল বাংলাদেশ

স্বাগতিক লাওসকে হারিয়ে দিল বাংলাদেশ

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন