কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এ জয়ে কোপায় তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করলো মেসিরা। এদিকে জয় ছাপিয়ে লিওনেল মেসির লাল কার্ড নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
প্রতিশোধ নেওয়ার সুযোগের এ ম্যাচে দারুণ শুরু করে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধ্বেই ২-০ গোলের লিড নেয়ে মেসিরা। ম্যাচের ১২ মিনিটের মাথায় মেসির সহায়তায় গোল করেন সার্জিও আগুয়েরো। এরপর ম্যাচের ২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পাউলো দিবালা।
বড় জয়ের দিকেই তখন চোখ ছিল আর্জেন্টিনার। কিন্তু ম্যাচের মাত্র ৩৭ মিনিটে লাল কার্ড দেখেন মেসি। চিলির ফুটবলার মেডেলও লাল কার্ড খান। ১০ জনের দলে পরিণত হয় দু’দল। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান চিলি মিডফিল্ডার ভিদাল।
মেসি প্রথমার্ধে চিলির ফুটবলারের সঙ্গে বল দখলের লড়াইয়ে নামেন। বল সাইড লাইনে চলে যায়। লাইন থেকে ফিরে আসা মেডেলের সঙ্গে মেসির চোখাচুখি হয়। এরপরই মেসিকে শরীর দিয়ে ধাক্কা দেন মেডেল।
মেসি শক্ত চোয়ালে তাকিয়ে থাকলে আরও জোরে ধাক্কা দেন চিলি ফুটবলার। মেসি শরীর দিয়ে ধাক্কা সামাল দেন। এরপর মেডেলের শরীরে হাত না লাগিয়ে বাহু দিয়ে তাকে থামান। এমন পরিস্থিতিতে রেফারি দুইজনকেই লাল কার্ড দেখান।
মেসিকে দেওয়া লাল কার্ড নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রেফারি চাইলে দু'জনকেই হলুদ কার্ড দিতে পারতেন। কিংবা কোপার এমন রঙ ছড়ানো ম্যাচে জল ঢালার আগে ভিএআরের স্মরণাপন্নও হতে পারতেন তিনি।
কিন্তু রেফারি এমন সিদ্ধান্তে বির্তকিত তৈরি করেছে। বাকি সময়টা দুই দল দশজনের দল নিয়েই খেলে। এর আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রেফারিং বিপক্ষে গেছে বলে অভিযোগ করেছেন মেসি।
#Argentina Vs #Chile (2-1) #ArgentinaVsChile #CopaAmerica #ThirdPlace #UnfairRedCardToMessi
— Raju Bogati (@rajubogati_rb) July 7, 2019
I don't understand what #Messi did to get the red card. pic.twitter.com/iTAXqgwrHL