আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল: স্কালোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৩ জুলাই ২০১৯
আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল: স্কালোনি

ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়ে কোপা আমেরিকা থেকে বিদায় নিলেও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বিশ্বাস করেন তার নতুন-রূপের দলটির ভবিষ্যত উজ্জ্বল।

স্কালোনি বলেন, ‘নিঃসন্দেহে একটি কথা অন্তত বলা যায় জাতীয় দলের জার্সি গায়ে এই খেলোয়াড়দের মধ্যে যে প্রতিশ্রুতি আছে তা অন্যদের মধ্যে ছিলনা। আমি এই দলটি মধ্যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমি এদের নিয়ে দারুণ আশাবাদী। এই স্টেডিয়ামে এই কন্ডিশনে আমরা অনেক সময়ই প্রতিপক্ষের উপর দাপট দেখিয়েছি। তারা ফাইনালে উঠেছে সেটা বিষয় নয়, আমরা আজ প্রমাণ করেছি আমরা কি করতে পারি। এটাই গুরুত্বপূর্ণ।’

ব্রাজিলের বিপক্ষে অন্য কোন দলই এতগুলো গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। সে কারণেই এই ম্যাচে জয় না পাওয়াটা দুর্ভাগ্যের।

মেসি প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘নিঃসন্দেহে সেই দলের মূল ভরসা। সবসময়ই সে আর্জেন্টিনার মান সকলের সামনে তুলে ধরে। সে যাতে পাস ধরতে না পারে ব্রাজিলিয়ানরা প্রতিনিয়ত সেই চেষ্টাই করেছে। আর আমরা চেষ্টা করেছি কিভাবে সে পাস পেতে পারে। তাকে মাঠে খেলতে দেখাটাও সৌভাগ্যের।’

ইকুয়েডরের রেফারি রডি জামব্রানোর বেশ কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন স্কালোনি।

তিনি বলেন, ‘আমি রেফারিং মোটেই পছন্দ করিনি। সাধারণত আমি এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে পছন্দ করিনা। কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই ধরনের ম্যাচে রেফারিং করার মত যোগ্যতা তার নেই।’



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতেই থাকার ইঙ্গিত দিলেন এমবাপ্পে

পিএসজিতেই থাকার ইঙ্গিত দিলেন এমবাপ্পে

জুভেন্টাসে ফিরে যাচ্ছেন হিগুয়েইন

জুভেন্টাসে ফিরে যাচ্ছেন হিগুয়েইন

মেসির বেতন নিয়ে জাতিসংঘের প্রশ্ন

মেসির বেতন নিয়ে জাতিসংঘের প্রশ্ন

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল