জুভেন্টাসের সাথে ধারের সময় বৃদ্ধি করতে না পারায় কিংবা স্থায়ী চুক্তিতে আসতে না পারায় আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনকে আবারো ইতালিয়ান জায়ান্টদের কাছে ফিরিয়ে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে চেলসি।
২০১৮-১৯ মৌসুমের দ্বিতীয়ার্ধটা হিগুয়েইন স্ট্যামফোর্ড ব্রিজে কাটিয়েছেন। কিন্তু ১৪টি প্রিমিয়ার লিগ ম্যাচে তার কাছ থেকে এসেছে মাত্র ৫টি গোল। স্ট্রাইকার হিসেবে ফর্মহীনতার কারনেই চলমান কোপা আমেরিকায় আর্জেন্টাইন দলে তার জায়গা হয়নি।
এর আগে ২০১৫-১৬ মৌসুমে সিরি-এ লিগে মরিজিও সারির নাপোলির হয়ে ৩৬টি গোল করেছিলেন ৩১ বছর বয়সী হিগুয়েইন। সারির চেলসি ছেড়ে আসন্ন মৌসুমে জুভেন্টাসে যোগ দেবার বিষয়টি প্রায় নিশ্চিত। আর সে কারণেই ধারণা করা হচ্ছে আবারো ইতালিয়ান জায়ান্টে ফিরে গিয়ে সারির অধীনে মাঠে নামবেন হিগুয়েইন।
আরও এক বছরের জন্য হিগুয়েইনের চুক্তি বাড়ানোর পিছনে চেলসির ১৮ মিলিয়ন ইউরো ব্যয় হতো। জুভেন্টাস থেকে হিগুয়েইনকে ৩৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছিল জুভেন্টাস।
এর আগে হিগুয়েইন ইঙ্গিত দিয়েছিলেন তিনি চেলসিতেই থাকছেন। তবে এর মধ্যে রোমার সাথে আলোচনারও গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু তার ভাই ও এজেন্ট নিকোলা রোববার টুইটারে জানিয়েছেন আগামী মৌসুমে আর্জেন্টাইন তারকা জুভেন্টাস ছাড়া অন্য কোন সিরি-এ ক্লাবে খেলবেন না।
সোমবার চেলসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আসন্ন মৌসুমের আগে তাদের সাথে পাঁচজন খেলোয়াড়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এর মধে হিগুয়েইনের সাথে আরো রয়েছেন সাবেক অধিনায়ক গ্যারি কাহিল, রব গ্রীন, এডুয়ার্ডো ও কাইল স্কট।
তবে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচের ভবিষ্যত নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে ব্লুজরা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ধারে তিনি স্ট্যামফোর্ড ব্রীজে এসেছিলেন। ক্লাবের বিবৃবিতে মাতেও সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি। গত সপ্তাহে অবশ্য একটি সূত্র থেকে জানা গিয়েছিল কোভাচিচের সাথে চেলসি স্থায়ীভাবে চুক্তি করতে যাচ্ছে।
অনুর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড়দের চুক্তির শর্ত নিয়ে অনিয়মের অভিযোগে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত চেলসির উপর ট্রান্সফার নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। তবে ২৫ বছর বয়সী কোভাচিচ যেহেতু ইতিমধ্যেই স্ট্যামফোর্ড ব্রীজে ধারের শর্তানুযায়ী রেজিষ্ট্রার করেছেন তাই তাকে স্থায়ীভাবে দলে নিতে কোন বাঁধা নেই।
গত মাসে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন তারকা খেলোয়াড় ইডেন হ্যাজার্ড। তবে গত মাসের শুরুতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে হ্যাজার্ডের পরিবর্তে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে দলে ভিড়িয়েছে।