এএফসি কাপে নকআউট পর্বে ঢাকা আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৬ জুন ২০১৯
এএফসি কাপে নকআউট পর্বে ঢাকা আবাহনী

ছবি : বাফুফে

এএফসি কাপে নকআউট পর্বে উঠেছে ঢাকা আবাহনী লিমিটেড। বুধবার (২৬ জুন) ভারতের মিনার্ভা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নিয়েছে ঢাকা এ ফুটবল ক্লাব।

এ জয়ে ছয় ম্যাচ থেকে ১৩ পয়েন্ট অর্জন করেছে আবাহনী। ভারতের আরেক দল চেন্নাইয়ানের সংগ্রহ ১১ পয়েন্ট। আর মিনার্ভার ৫ ও মার্সিয়াংদির ২ পয়েন্ট। অর্থ ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপের নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে আবাহানী।

গৌহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া মাঠে নামে আবাহনী। গোলের দেখা পেতে বেশ কিছুক্ষণ সময় লাগে তাদের। ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে গোলের দেখা পায় আবাহনী।

খেলার ইনজুরি টাইমে কর্নার থেকে হেড করেন বেলফোর্ট। বল শূন্যে থাকা অবস্থায় আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি দুর্দান্ত হেডে বল জালে পাঠান। এ গোলের একটু পরই বেজে ওঠে ম্যাচে শেষ বাঁশি।

গত ১৯ জুন ঘরের মাঠে নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদিকে উড়িয়ে দিয়েছিল তারা। এক রকম হেসেখেলে জিতেছিল ৫-০ গোলে। সেই জয়ে প্রথমবার আসরের নক আউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল নীল-আকাশি শিবিরের। এবার তাদের সেই আশা পূর্ণ হলো।



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গমাতা গোল্ডকাপে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ- লাওস

বঙ্গমাতা গোল্ডকাপে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ- লাওস

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

১২ বছর পর আবাহনীর হয়ে নেমেই অমি‌‌‘র কারিশমা

১২ বছর পর আবাহনীর হয়ে নেমেই অমি‌‌‘র কারিশমা

চট্টগ্রাম আবাহনীকে হারালো আবাহনী

চট্টগ্রাম আবাহনীকে হারালো আবাহনী