পিএসজির বিশাল জয়ে নেইমারের চার গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৯ জানুয়ারি ২০১৮
পিএসজির বিশাল জয়ে নেইমারের চার গোল

লিগ ওয়ানের টেবিলের মাঝামাঝিতে থাকা ডিওনকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে প্যারিস সেইন্ট-জার্মেই। টেবিলের শীর্ষে থাকা পিএসজির হয়ে চার গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

দলের আরেক তারকা এডিনসন কাভানি এক গোল করে ক্লাবের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচের রেকর্ড স্পর্শ করেছেন।

ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে ১৫ মিনিটের মধ্যে অ্যাঞ্জেল ডি মারিয়ার দুই গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের ক্রসে ২১ মিনিটে কাভানি দলের পক্ষে তৃতীয় গোল করেন। এ গোলের মাধ্যমেই কাভানি ইব্রাহিমোভিচের ১৫৬তম গোলের রেকর্ড স্পর্শ করেন।

ইনজুরি কাটিয়ে দলে ফেরা নেইমার বিরতির আগে দলকে চতুর্থ গোল উপহার দেন। এরপর ৫৭ ও ৭৩ মিনিটে পরপর দুই গোল করে নেইমার হ্যাটট্রিকের পাশাপাশি স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন। ৭৭ মিনিটে কাইলিয়ান এমবাপ্পের গোলের পরে ৮৩ মিনিটে স্পট কিক থেকে ডিওনের জালে শেষ বলটি প্রবেশ করান নেইমার। যদিও পেনাল্টি শটটি কাভানি নিলে নতুন এক রেকর্ডের মালিক হতেন উরুগুয়ের এই অভিজ্ঞ স্ট্রাইকার। তার পরিবর্তে নেইমার শটটি নিয়ে তা নিয়ে সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ম্যাচ শেষে পিএসজির কোচ উনাই এমেরি বলেছেন, কাভানি আমাদের মূল স্ট্রাইকার। আজও সে দারুন খেলেছে। ব্যক্তিগত এই রেকর্ড স্পর্শে পুরো দলই তাকে সহযোগিতা করেছে। আমি মনে করি নেইমার যে পেনাল্টি শটটি নিয়ে তাতে দোষের কিছু নেই, সেও আজ ভালো খেলেছে। আমরা সবাই খুশি। তবে ঐ পেনাল্টি ছাড়াও কাভানির সামনে গোলের অনেক সুযোগই এসেছিল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ডি গিয়াকে ছাড়তে চান না মরিনহো

ডি গিয়াকে ছাড়তে চান না মরিনহো

রোনালদোদের হারিয়ে ভিয়ালের প্রথম জয়

রোনালদোদের হারিয়ে ভিয়ালের প্রথম জয়

মেসির পেনাল্টি মিসে বার্সার হার

মেসির পেনাল্টি মিসে বার্সার হার

শেরপুরের ক্ষুদে দাবাড়ুদের ময়মনসিংহ বিভাগ জয়

শেরপুরের ক্ষুদে দাবাড়ুদের ময়মনসিংহ বিভাগ জয়