বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির অংশ হিসেবে আরও তিনটি প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে নাইজেরিয়া। রাশিয়ায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগে তারা সার্বিয়া, চেক রিপাবলিক ও কঙ্গোর বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচে অংশ নেবে।
নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি আমাজু পিনিক বিষয়টি নিশ্চিত করতে গিয়ে জানিয়েছেন, আগামী ২৭ মার্চ লন্ডনে সার্বিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সুপার ঈগলসরা এরপর ২৮ মে আবজুাতে কঙ্গোর ও ৬ জুন অস্ট্রিয়াতে চেক রিপাবলিকের মোকাবেলা করবে।
এর আগে নাইজেরিয়ার ২৩ মার্চ ওয়ারসতে পোল্যান্ডের ও ২ জুন লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছিল। চারবারের আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী নাইজেরিয়া রাশিয়া বিশ্বকাপে গ্রুপ-ডি’তে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের মোকাবেলা করবে।