কোপা আমেরিকার দুর্দান্ত জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো ব্রাজিল। পেরুকে ৫-০ গোলে ভাসিয়েছে দিয়েছে নেইমার বিহীন ব্রাজিল। এ জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো স্বাগতিকরা।
শনিবার রাতে করিন্থিনিয়াসে ম্যাচের প্রথমার্ধে কাসেমিরো, রবের্তো ফিরমিনো ও এভারটনের গোলে বড় জয়ের পথ তৈরি করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন দানি আলভেস ও উইলিয়ান।
ঘরের মাঠে ম্যাচের দ্বাদশ মিনিটেই লিড নেয় ব্রাজিল। ফিলিপে কৌতিনহোর কর্নার কিক থেকে আসা বলে মার্কুইনোসের হেড কাসেমিরোকে খুঁজে নেয়। রিয়াল মাদ্রিদ তারকার শট জাল খুঁজে নিলে উল্লাসে মেতে ওঠে স্বাগতিকরা।
৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওরা। ফিরমিনোর শট শুরুতে পেরু গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে আর গোল করতে ভুল করেননি ফিরমিনো। ৩২তম মিনিটে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে ব্রাজিল। এভারটনের জোরাল শট জালে আশ্রয় নিলে উৎসবে মেতে ওঠে সেলেসাওরা।
বিরতির পর ব্রাজিলের গোল উৎসবে যোগ দেন আলভেস। বার্সেলোনা তারকা আর্থারের পাস থেকে বল পেয়ে ফিরমিনোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে লক্ষ্যভেদ করেন আলভেস। এর মধ্য দিয়ে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় গত ৯০ বছরে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়লেন বার্সেলোনার সাবেক তারকা (৩৬ বছর ৪৭ দিন)।
জাতীয় দলের হয়ে দুর্দান্ত নৈপুণ্য উপহার দেওয়া কৌতিনহো একটু পর দর্শকদের করতালির মাঝে মাঠ ছাড়লে তার জায়গায় উইলিয়ানকে নামান কোচ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ এক গোল করে কোচের আস্থার প্রতিদান দেওয়ার পাশাপাশি ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন উইলিয়ান।
কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের দিনের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভেনেজুয়েলা। ৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকা পেরুকে তৃতীয় সেরা দল হিসেবে শেষ আটে উঠতে হলে ‘বি’ এবং ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
সব গ্রুপের শেষ রাউন্ডের খেলা শেষে কোয়ার্টারে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে তা জানা যাবে।