বর্তমানে আলোচিত ফুটবলরাদের অন্যতম লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। তিনি গত ১৯ জুন মিসরের গ্রান্ড মুফতির সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এ সময় সালাহকে বেশকিছু পরামর্শ দেন মিসরের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যায়ের প্রধান ও দেশটির গ্রান্ড মুফতি ডা. আহমাদ তাইয়্যেব।
তিনি বলেন, আমি আপনাকে আরও বেশি বিনয়ী হওয়ার পরামর্শ দিচ্ছি। এটা আপনার জীবনকে উঁচু থেকে অনেক উঁচুতে নিয়ে যাবে। ভালো কাজে সহযোগিতা, দরিদ্রকে ভালোবাসা, দুর্বলকে সহায়তা করার মতো কল্যাণকর কাজে বেশিবেশি অংশগ্রহণ করুণ।
ইসলামী অনুশাসনের প্রতি আগ্রহী সালাহকে একজন আদর্শবান মুসলিম হওয়ারও পরামর্শ দিয়েছেন শায়খ আহমাদ তাইয়্যেব।
দেশের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে কথা বলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় এ খেলোয়াড়। কথা বলার সুযোগ দেয়ায় গ্রান্ড মুফতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি গ্রান্ড মুফতির পরামর্শগুলো মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন এ লিভারপুর তারকা।
মোহাম্মদ সালাহ বলেন, আমি আমার দেশ,পরিবার,সহকর্মী এবং সমর্থকদের কাছে ভালো একজন মানুষ হিসেবে আজীবন বেঁচে থাকতে চেষ্টা করব।