পিএসজি আপিল খারিজ, নেইমারের শাস্তি বহাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৯ জুন ২০১৯
পিএসজি আপিল খারিজ, নেইমারের শাস্তি বহাল

পিএসজি করা আপিল খারিজ করে নেইমারের শাস্তি বহাল রেখেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এর ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম তিনটি ম্যাচে খেরতে পারবেন না পিএসজি এ তারকা।

চ্যাম্পিয়নস লিগের গত আসরে শেষ ষোলো থেকে বিদায় নেয় নেইমারের দল পিএসজি। চোটের কারণে শেষ ষোলোর দুই লেগের খেলায় গ্যালারিতে বসে দেখতে হয় নেইমারকে। প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে ২-০ গোলে জিতে ফিরলেও ঘরের মাঠে তারা হেরে যায় ৩-১ ব্যবধানে।

ম্যাচের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের পাওয়া বিতর্কিত পেনাল্টি নিয়েই উয়েফা ও রেফারিকে গালিগালাজ করেন নেইমার।

পেনাল্টি নিয়ে নেইমারের বক্তব্য ছিল, এটা কলঙ্কিত ব্যাপার! উয়েফা এখনও এমন চার লোককে (ম্যাচ পরিচালক) দিয়ে কাজ করাচ্ছে, যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। সিদ্ধান্ত নিতে হয় তাদের ভিএআর-এর রিপ্লে দেখে। কোনো পেনাল্টি হয়নি। পেছনে লাগলে কিভাবে হ্যান্ডবল হয়? পরের অংশটিতে তিনি যা বলেছিলেন, তা লেখার অযোগ্য।

এদিকে বন্ধবীর দায়ের করা ধর্ষণ মামলায় ঝামেলায় রয়েছে এ ব্রাজিল তারকা। এছাড়া ইনজুরির কারণে খেলতে পারছেন না কোপা আমেরিকায়। এর মধ্যে তার বিরুদ্ধে এলো এমন সংবাদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারকে টানা ৫ ঘণ্টা পুলিশের জিজ্ঞাসাবাদ

নেইমারকে টানা ৫ ঘণ্টা পুলিশের জিজ্ঞাসাবাদ

নেইমারকে না পেয়ে হতাশ তিতে

নেইমারকে না পেয়ে হতাশ তিতে

কোপায় ব্রাজিল দলে নেইমারের পরিবর্তে উইলিয়ান

কোপায় ব্রাজিল দলে নেইমারের পরিবর্তে উইলিয়ান

অধিনায়কত্বের পর এবার দল থেকে ছিটকে গেলেন নেইমার

অধিনায়কত্বের পর এবার দল থেকে ছিটকে গেলেন নেইমার