জাতীয় দলের জার্সি গায়ে খেললেন মেসি। তবে গোল শূন্য থেকে উল্টো হেরে গেছেন। কলম্বিয়ার কাছে ২-০ গোলের পরাজয় দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করেছে আর্জেন্টিনা।
সালভাদরে ‘বি’ গ্রুপের এ ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। অন্যদিকে কোপার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের জালে ২টি গোল করে জয় তুলে নেয় কলম্বিয়া।
খেলার প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। আর আক্রমণে কলম্বিয়া। দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া। শেষ দিকে আদায় করে নেয় জয় সূচক আরও একটি গোল। রজের মার্তিনেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সাপাতা।
আর্জেন্টিনার মিডফিল্ডাররা পারেননি আক্রমণভাগের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে। বল পেতে অনেক নিচে নেমে খেলতে হয়েছে লিওনেল মেসিকে। পাস দেওয়ার পর সতীর্থের কাছ থেকে অধিনায়ক বল ফিরে পেয়েছেন কমই।
Gol! Duvan Zapata with a smart finish for Colombia's second goal!
— CanetaFootball (@BrasileiraoEN) June 15, 2019
Argentina 0- 2 Colombia#CopaAmerica #ARGxCOL pic.twitter.com/ngIKC3HHY9
এলোমেলো ফুটবলের মাঝে সপ্তম মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন সের্হিও আগুয়েরো। মেসির বাড়ানো বল ঠেকাতে ডি-বক্সের বাইরে ছুটে গিয়ে শট নিয়ে ব্যর্থ হন কলম্বিয়া গোলরক্ষক দাভিদ আসপিনা। আলগা বল পেয়েও কাজে লাগাতে পারেননি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো।
১৬তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগটি পায় তারা। ডি-বক্স থেকে রজের মার্তিনেসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে গেলে এ যাত্রায় বেঁচে যায় আর্জেন্টিনা।
প্রতিপক্ষের ভুলে ২৭তম মিনিটে ভালো সুযোগ আসে কলম্বিয়ার সামনে। বল ক্লিয়ার না করে গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ফিরিয়ে দেন নিকোলাস ওতামেন্দির কাছে। তিনি তালগোল পাকিয়ে বিপদ ডেকে আনেন। তবে শেষ মুহূর্তে ছুটে এসে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন গিদো রদ্রিগেস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু প্রায় ৩০ গজ দূর থেকে মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৫তম মিনিটে বল পায়ে এক জনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন মেসি, কিন্তু শট নিতে দেরি করে ফেলেন।
চার মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বল ডান দিকে পেয়ে পারেদেসের নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন অসপিনা। দুদল মিলিয়ে ম্যাচে এটাই ছিল প্রথম লক্ষ্যে শট।
Golaço! Martinez makes it Colombia 1 x 0 Argentina. What a move. What a goal!#CopaAmerica #ARGxCOL pic.twitter.com/LNif8Kkcnj
— CanetaFootball (@BrasileiraoEN) June 15, 2019
৬৬তম মিনিটে ম্যাচের সেরা সুযোগ হারায় আর্জেন্টিনা। ওতামেন্দির হেড গোলরক্ষক ডানদিকে ঝাঁপিয়ে ঠেকানোর পর আলগা বল ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন বার্সেলোনা তারকা।
বিরতির পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়া কলম্বিয়া ৭১তম মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেয়। মাঝমাঠ থেকে হামেস রদ্রিগেসের লম্বা ক্রস বাঁ দিকে পেয়ে একজনকে কাটিয়ে কোনাকুনি এগিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ফরোয়ার্ড মার্তিনেস।
৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাপাতা। বাঁ দিক থেকে মিডফিল্ডার জেফারসন লের্মার বাড়ানো বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে ঠিকানায় পাঠান আতালান্তার ফরোয়ার্ড।