ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি করেছে বাংলোদেশ ফুটবল দল। শুক্রবার (১৪ জুন) প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে আগের ১৮৮তম স্থান থেকে এগিয়ে এখন ১৮৩তম স্থানে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গত ৬ জুন প্রাক-বাছাইয়ের প্রথম লেগে লাওসের মাঠ থেকে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। এরপর ফিরতি লেগে গত ১১ জুন একই দলের সঙ্গে গোলশূন্য ড্র করে মূল বাছাইপর্বে নাম লেখায় জেমি ডের শিষ্যরা।
নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষ চার দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে বিশ্ব ফুটবলের এক নম্বর দল বেলজিয়াম দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে।
রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের পয়েন্ট এখন ১ হাজার ৭৪৬। গেল শনিবার রাতে ইউরোর বাছাইপর্বে তুরস্কের কাছে হেরে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পয়েন্ট ১ হাজার ৭১৮।
আগের তৃতীয় স্থান ধরে রেখেছে ব্রাজিল। চার নম্বরে থাকা ইংল্যান্ডের অবস্থানও অপরিবর্তিত। প্রথমবারের মতো আয়োজিত উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতা পর্তুগাল দুই ধাপ এগিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোরা এখন আছেন পাঁচ নম্বরে।
এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে সাত ওঠে এসেছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। দুই ধাপ অবনমন হয়ে উরুগুয়ের অবস্থান আটে। এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে সুইজারল্যান্ড। র্যাঙ্কিংয়ের সেরা দশের শেষ স্থানটি দখল করা ডেনমার্কের অবস্থানের হেরফের হয়নি।
এবারও র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা হয়নি আর্জেন্টিনার। ১১তম স্থানে রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং আর্জেন্টিনার অবস্থান ১২তে। এরপর যথাক্রমে কলম্বিয়া, ইতালি, নেদারল্যান্ডস, চিলি, সুইডেন, মেক্সিকো, পোল্যান্ড ও ইরান জায়গা পেয়েছে।