স্বাগতিক লাওসের বিপক্ষে শুরুটা ভালো না হলেও শেষ হাসিটা বাংলাদেশই হাসলো। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে কোনঠাস হয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বদলে যাওয়া বাংলাদেশ তুলে নেয় কাঙ্ক্ষিত জয়।
বৃহস্পতিবার (৬ জুন) লাওসের ভিয়েনতিয়ানে কাতার বিশ্বকাপ-২০২২ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৭১ মিনিটে বদলি খেলোয়াড় ফরোয়ার্ড রবিউল হাসানের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ।
খেলার প্রথমার্ধ ছিল ভুল পাসের এলোমেলো খেলা। মাঝমাঠ থেকে ভালো খেললেও আক্রমণভাগ থেকে ফরোয়ার্ডরা বল জালে জড়াতে পারেননি। প্রথমার্ধের খেলা শেষে আরিফুলের পরিবর্তে রবিউল এবং মতিনের পরিবর্তে সবুজকে মাঠে নামান কোচ। খেলোয়াড় পরিবর্তনে আক্রমণ বেড়ে যায় বাংলাদেশের।
তবে সহজ সুযোগ নষ্ট করেন সবুজ। ফাকা পোস্টেও গোল করতে পারেননি থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করা এ স্ট্রাইকার। তবে ৭১ মিনিটে আশে সেই কাঙ্ক্ষিত সময়। মাঝ মাঠ থেকে পাওয়া বল বক্সের মাথা থেকে দুর্দান্ত এক শটে গোল করেন রবিউল।
গোল করার পর উৎযাপন করতে গিয়ে নিয়ম ভাঙেন রবিউলের। জার্সি খুলে ফেলেন রবিউল। নিয়ম ভেঙে এমন কাজ করায় হলুদ কার্ড দেখান রেফারি।
কাতার বিশ্বকাপ-২০২২ বাছাইয়ের প্রথম পর্বের বাংলাদেশ বনাম স্বাগতিক লাওসের ম্যাচে বিপুল সংখ্যক দর্শক ছিল গ্যালারিতে। স্বাগতিক লাওস খেলা থাকায় নিজ দেশের দর্শকদের পূর্ণ সমর্থনও পেয়েছে লাওস।