কোপা আমেরিকায় আগামী ১৪ জুন (শুক্রবার) উদ্বোধনী ম্যাচে কাতারের মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। তবে এর আগেই দুঃসংবাদ পেল ব্রাজিল ভক্তরা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ব্রাজিল তারকা নেইমার। গোঁড়ালির চোটে পড়ায় কোপা আমেরিকা নেইমারের খেলার সম্ভাবনা আপাতত শেষ।
ব্রাজিল কোপা আমেরিকার আগে কাতারের বিপক্ষে বুধবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে দল ২-০ গোলে জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ডান পায়ের গোঁড়ালির লিগামেন্টের ইনজুরিতে পড়েছেন তিনি। এর ফলে কোপা আমেরিকায় তিনি আর খেলতে পারবেন না।
দেশটির কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারের ইনজুরি বেশ সিরিয়াস। কোপা আমেরিকার আগে তার সেরা ওঠার সম্ভাবনা নেই। ২০১৯ আসরের কোপায় খেলা হচ্ছে না নেইমারের।
তবে নেইমারের বদলি খেলোয়াড় হিসেব কাকে নেওয়া হবে সে বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি। টেকনিক্যাল কমিটি বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।
নেইমারের বদলি হিসেবে ভিনিসিয়াস ডাক পেতে পারেন বলে ফেডারেশনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। যদিও এখনো এ বিষয়ে কোন চূড়ান্ত ঘোষণা আসেনি।
এদিকে কোপা আমেরিকায় আগেই নেইমারের পরিবর্তে ব্রাজিল দলে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় অভিজ্ঞ দানি আলভেসের কাঁধে। অধিনায়কের দায়িত্ব হারানোর পর এবার দল থেকেই বাদ পড়লেন নেইমার।