নেইমারকে সরিয়ে দিল ব্রাজিল, নতুন অধিনায়ক আলভেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৯ মে ২০১৯
নেইমারকে সরিয়ে দিল ব্রাজিল, নতুন অধিনায়ক আলভেস

নেইমারের পরিবর্তে কোপা আমেরিকায় ব্রাজিল দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ দানি আলভেস। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৮ সালের সেপ্টেম্বরে তিতের অধীনে ব্রাজিলের স্থায়ী অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছিলেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত ৩৬ বছর বয়সী ক্লাব সতীর্থ আলভেসের কাছেই নেইমারের দায়িত্ব ছাড়তে হলো। এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘তিতের এই সিদ্ধান্ত নেইমারকে জানিয়ে দেওয়া হয়েছে।’

চলসি মাসের শুরুতে ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের বিপক্ষে পরাজয়ের ম্যাচে এক সমর্থকের সাথে অশোভন আচরণ করায় তিন ম্যাচ নিষিদ্ধ হন পিএসজি ফরোয়ার্ড নেইমার। এবারের মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৩ গোল করেছেন নেইমার।

কোপা আমেরিকার গ্রুপ পর্বে ৮ বারের বিজয়ী ব্রাজিল বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরুর মুখোমুখি হবে। আগামী ১৪ জুন বলিভিয়ার বিপক্ষে কোপা আমেরিকা মিশন শুরু করার আগে কাতার ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২০১৬ সালের পর কোপা আমেরিকার গ্রুপ পর্ব পার করতে পারেনি সেলেসাওরা।

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সেমি ফাইনালে স্বাগতিক ব্রাজিলের ৭-১ গোলের বিধ্বস্ত হওয়া ম্যাচটিতে ইনজুরির কারণে ছিলেন না ২৭ বছর বয়সী নেইমার। এর বছরখানেক আগে রেকর্ড চতুর্থবারের মতো কনফেডারেশন্স কাপ বিজয়ী ব্রাজিলের হয়ে অংশ নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন তিনি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ভালেন্সিয়া

বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ভালেন্সিয়া

২০২১ পর্যন্ত পিএসজিতে টাচেল

২০২১ পর্যন্ত পিএসজিতে টাচেল

দর্শককে ঘুষি মেরে নিষিদ্ধ নেইমার

দর্শককে ঘুষি মেরে নিষিদ্ধ নেইমার

ছেলেকে পেলে-জিকোদের সঙ্গে তুলনা নেইমারের বাবার

ছেলেকে পেলে-জিকোদের সঙ্গে তুলনা নেইমারের বাবার