রোমা কিংবদন্তি রোসির আবেগঘন বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৮ মে ২০১৯
রোমা কিংবদন্তি রোসির আবেগঘন বিদায়

দীর্ঘ ১৯ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে নিজের ঘরের ক্লাব রোমা থেকে বিদায় নিলেন ড্যানিয়েল ডি রোসি। বিদায়ের মুহূর্তটি ছিল বেশ আবেগঘন। যদিও সবাই জানতো অভিজ্ঞ এ মিডফিল্ডার তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

রোমা তার সঙ্গে চুক্তি নবায়নে অস্বীকৃতি জানানোয় পার্মার বিপক্ষে ম্যাচটিই ছিল ৩৫ বছর বয়সী এ অভিজ্ঞ মিডফিল্ডারের। সেই ম্যাচে ২-১ গোলে জয় তুলে প্রিয় সতীর্থকে বিদায় জানান রোমার খেলোয়াড়রা।
sportsmail24
স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে মাঠ পর্যন্ত সকলের চোখই ছিল কান্না ভেজা। দুইবারের কোপা ইতালিয়া ও সুপার কোপা ইতালিয়ান বিজয়ী রোমার হয়ে দীর্ঘ ১৯ বছরে ৬১৬টি ম্যাচ খেলেছেন রসি। ফলে প্রিয় তারকাকে বিদায় জানানোটা যে সহজ নয় তা সমর্থকরাও প্রমাণ করে দিয়েছেন।

রোমার হয়ে শেষ ম্যাচে অধিনায়কের আর্ম-ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন ডি রোসি। ম্যাচ শেষের ১০ মিনিট আগে যখন বদলি বেঞ্চে চলে আসেন তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়।|
sportsmail24
মৌসুমটা ভালো যায়নি রোমার। লিগ টেবিলের ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করায় আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে তা তাদের। ইউরোপা লিগে সুযোগ পেতেও খেলতে হবে বাছাইপর্বে। মার্চে ইউসেবিও ডি ফ্র্যান্সেসকোর বরখাস্তের পর রোমার কোচের দায়িত্ব নিয়েছিলেন ক্লদিও রেনিয়েরি।
sportsmail24
রানিয়েরিরও ক্লাব থেকে বিদায় নিয়েছেন

ডি রোসির সাথে রানিয়েরিরও ক্লাব থেকে বিদায় ঘটেছে। ম্যাচ শেষে ক্লাব সতীর্থ ও রেনিয়েরি মিলে ডি রোসিকে একসাথে বিদায় জানিয়েছেন। এ সময় ২০০৬ বিশ্বকাপ জয়ী ডি রোসির সাথে তার স্ত্রী ও সন্তানরাও উপস্থিত ছিলেন।

#DDR16: Daniele De Rossi kisses the ground in front of an adoring Curva Sud pic.twitter.com/3TgkEuLR8x


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হার দিয়ে মৌসুম শেষ করলো পিএসজি

হার দিয়ে মৌসুম শেষ করলো পিএসজি

বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ভালেন্সিয়া

বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ভালেন্সিয়া

২০২১ পর্যন্ত পিএসজিতে টাচেল

২০২১ পর্যন্ত পিএসজিতে টাচেল

চীনের কোচ হিসেবে আবারও নিয়োগ পেলেন লিপ্পি

চীনের কোচ হিসেবে আবারও নিয়োগ পেলেন লিপ্পি