হার দিয়ে মৌসুম শেষ জুভেন্টাসের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৭ মে ২০১৯
হার দিয়ে মৌসুম শেষ জুভেন্টাসের

লিগ শিরোপা নিশ্চিত করার পর পথ হারানো জুভেন্টাসের মৌসুমের শেষটাও হলো হতাশায়। সেরি আয় নিজেদের শেষ ম্যাচে সাম্পদোরিয়ার কাছে হেরে গেছে টানা আটবারের চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে রোববার স্থানীয় সময় বিকালে ২-০ গোলে হেরেছে ইউভেন্তুস। ডিসেম্বরে লিগের প্রথম পর্বের দেখায় ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে দলটিকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা।

একাদশে এদিন আটটি পরিবর্তন আনেন কোচ। লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াও একাদশে ছিলেন না আরেক ফরোয়ার্ড মারিও মানজুকিচ। যে কারণে আক্রমণভাগে বেশ ভুগতে হয়েছে ‘ওল্ড লেডি’ খ্যাত দলটিকে। শুরু থেকে রক্ষণ আগলে রাখলেও শেষ পর্যন্ত লিগের চতুর্থ পরাজয় বরণ করতেই হয়েছে ইতালিয়ান জায়ান্টদের।

৮৪তম মিনিটে সাম্পদরিয়াকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড দুফাইল। আর যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিকে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ইতালিয়ান ফরোয়ার্ড কাপরারি।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল সর্বোচ্চ ৩৫ বারের চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলে শেষ নয় ম্যাচে তাদের জয় মাত্র একটি, চারটিতে হার।

৩৮ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল জুভেন্টাস। আগেই দুইয়ে থাকা নিশ্চিত করা নাপোলির সংগ্রহ ৭৯ পয়েন্ট। সাম্পদরিয়া নয়ে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হার দিয়ে মৌসুম শেষ করলো পিএসজি

হার দিয়ে মৌসুম শেষ করলো পিএসজি

বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ভালেন্সিয়া

বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ভালেন্সিয়া

২০২১ পর্যন্ত পিএসজিতে টাচেল

২০২১ পর্যন্ত পিএসজিতে টাচেল

চীনের কোচ হিসেবে আবারও নিয়োগ পেলেন লিপ্পি

চীনের কোচ হিসেবে আবারও নিয়োগ পেলেন লিপ্পি