চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে লিভারপুলের কাছে হেরে ছিটকে যাওয়ার পর স্প্যানিশ কাপের ফাইনালে ভালেন্সিয়ার কাছে হেরে শিরোপা খুইয়েছে বার্সেলোনা। এজন্য খেলোয়াড়দের লিভারপুলের কাছে হারে মানসিকভাবে বিপর্যস্ত থাকাকেই কারণ হিসেবে দেখছেন অনেকে। তবে তাদের সঙ্গে একমত নন মারিয়ো কেম্পেস।
ফাইনালে হারের পরে ফের মারিয়ো কেম্পেসের বাক্যবাণে বিদ্ধ হলেন লিওনেল মেসি! ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা নায়কের মতে বার্সেলোনা তারকা স্বার্থপর। তিনি উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনালকোকে নিয়ে। ৬২ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার কথায় 'মেসি আগে দলের জন্য খেলত। কিন্তু এখন ও শুধুই নিজের জন্য খেলে।’
তিনি আরও বলেন, ‘এটা আরও বাড়বে। আগের চেয়ে গতিও কমে গিয়েছে মেসির।রোনালদো নিজের জন্য খেলে না। ও সব সময় দলের কথা ভাবে।'
ম্যাচের ২১ মিনিটে বার্সেলোনা রক্ষণে ভুলের সুযোগ নিয়ে প্রথম ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন তাঁদের ফরাসি ফরোয়ার্ড কেভিন গামেহো। ৩৩ মিনিটে ফের ভ্যালেন্সিয়ার হয়ে ব্যবধান বাড়ান রদ্রিগো।
প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ভ্যালেন্সিয়ার পক্ষে ২-০। এই অর্ধে মেসি অনেকটাই নিষ্প্রভ ছিলেন। কিন্তু ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে বার্সেলোনা। ৭৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে ভ্যালেন্সিয়া বক্সে হেড নিয়েছিলেন পিকে।
সেই হেড পোস্টে লেগে ফিরলে, তা গোলে ঠেলে দেন মেসি। খেলা শেষে হতাশ মুখে মাঠেই দাঁড়িয়েছিলেন মেসি। তাকে সান্ত্বনা দেন লুইস সুয়ারেস।