মেসির গোল্ডেন বুটের হ্যাটট্রিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৫ মে ২০১৯
মেসির গোল্ডেন বুটের হ্যাটট্রিক

ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন রুট জিতে নিয়েছেন লিওনেল মেসি। ইউরোপের সর্বোচ্চ লিগগুলোর মধ্যে সেরা গোলদাতা হয়ে হ্যাটট্রিক শিরোপা জয় করলেন বার্সেলোনার মহাতারকা।

স্প্যানিশ লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন মেসি। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপেকে। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ফরোয়ার্ড লিগ ওয়ানের এবারের মৌসুমে ২৮ ম্যাচে ৩২ গোল করেছিলেন।
এনিয়ে টানা ১১ বার লা লিগার খেলোয়াড়দের মধ্যেই রইল ট্রফিটি।

গোল্ডেন বুট জেতার পর বার্সা অধিনায়ক মেসি মুখ খুলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়া নিয়ে।

তিনি বলেন, আমি এটা নিয়ে (গোল্ডেন বুট) কোনো বাড়তি প্রস্তুতি নেইনি। আমার মাথায় এই ট্রফিটি ছিল না। লিভারপুলের কাছে হারের যন্ত্রণা এখনও আমার দলকে ব্যথিত করছে। আমি কখনও নিজের জন্য খেলি না।
পাঁচবারের ব্যালন ডি অর’ জয়ী এই তারকা জানিয়েছেন এই ব্যথা আরও তীব্র হবার সম্ভাবনা রয়েছে। যদি রোববার কোপা দেল রে’র ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় না আসে।

মেসি বলেন, এই ফাইনালে আমরা জয় না পেলে দলের আরও বাজে পরিস্থিতিতে পড়বে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বান্ধবীর মামলায় ম্যারাডোনা গ্রেফতার

বান্ধবীর মামলায় ম্যারাডোনা গ্রেফতার

হার দিয়ে মৌসুম শেষ করলো পিএসজি

হার দিয়ে মৌসুম শেষ করলো পিএসজি

ক্রুস, টের স্টেগানকে ছাড়াই জার্মানির দল ঘোষণা

ক্রুস, টের স্টেগানকে ছাড়াই জার্মানির দল ঘোষণা

আর্জেন্টিনার কোপা স্কোয়াডে মেসি-সুয়ারেজ-আগুয়েরো

আর্জেন্টিনার কোপা স্কোয়াডে মেসি-সুয়ারেজ-আগুয়েরো