সাবেক বান্ধবী রোচিও অলিভার দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। বৃহস্পতিবার মেক্সিকো থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
ম্যারাডোনা গ্রেফতার হলেও তাকে কারাগারে নেওয়া হয়নি। তাকে আটকে না রেখে গ্রেফতার দেখিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি একটা নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ১৩ জুন এ মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে ম্যারাডোনাকে। পারিবারিক আদালতে ম্যারাডোনার বিরুদ্ধে এ মামলা লড়বেন অলিভা।
২০১২ সালে প্রথম দেখা হয়েছিল ম্যারাডোনা ও অলিভার। এরপর দু’জনের প্রেম ও একসঙ্গে পথচলা। গত ডিসেম্বরে ছয় বছরের সম্পর্কের ইতি টানেন অলিভা।
বিচ্ছেদের পর অলিভা অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ৯ মিলিয়ন ডলার চেয়ে ম্যারাডোনার বিরুদ্ধে মামলা করেন। সে মামলার জেরেই ম্যারাডোনাকে গ্রেফতার দেখানো হয়।