বিপিএল ফুটবলের পর্দা নামছে শনিবার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৩ জানুয়ারি ২০১৮
বিপিএল ফুটবলের পর্দা নামছে শনিবার

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) পর্দা নামছে শনিবার। গত ২৮ জুলাই পর্দা উঠেছিল প্রিমিয়ার লিগের দশম আসরের। লিগের শেষ দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং শেখ রাসেল ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ।

এক রাউন্ড আগেই প্রিমিয়ার লিগের দশম আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ট্রফিও দিয়েছে প্রফেশনাল লিগ কমিটি। শেষ রাউন্ডের শেষদিনের খেলা শুধুই আনুষ্ঠানিকতা মাত্র।

প্রিমিয়ার লিগের দশম আসরের প্রথম রাউন্ড পর্যন্ত চারটি দল ছিল ট্রফি জয়ের লড়াইয়ে। দ্বিতীয় পর্বে এসে প্রথমে পিছিয়ে পড়ে প্রিমিয়ার লিগে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব এবং তারপর চট্টগ্রাম আবাহনী।

শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে ছিল আবাহনী ও শেখ জামাল। ২১ তম রাউন্ডে দুই দলের মুখোমুখিতে আবাহনী ২-০ গোলে জিতে ষষ্ঠবারের মতো শিরোপা জয় নিশ্চিত করে। রানার্সআপ হওয়ার সম্ভাবনায় ছিল শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। কিন্তু চট্টলার দলটি সাইফের সঙ্গে ড্রয়ের পর দ্বিতীয় হওয়া নিশ্চিত হয় শেখ জামালের।

আবাহনী লিগ শেষ করেছে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে। রানার্সআপ শেখ জামালের পয়েন্ট ৪৭। শনিবার মুক্তিযোদ্ধার বিপক্ষে সাইফ জিতলে তৃতীয় হয়ে লিগ শেষ করবে প্রিমিয়ারে নবাগত দলটি। সাইফ জিততে না পারলে গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী লিগ শেষ করবে তৃতীয় হয়ে।

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৪৫ গোল করেছে রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারপরই ৩৫ গোল চ্যাম্পিয়ন আবাহনীর। ১৫টি করে গোল নিয়ে গোলদাতাদের শীর্ষে শেখ জামালের দুই বিদেশি খেলোয়াড় গাম্বিয়ার সলোমন কিং ক্যানফর্ম এবং নাইজেরিয়ার রাফায়েল ওদোভিন। স্থানীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৮ গোল করেছেন চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ এবং তারপরই আবাহনীর নাসির উদ্দিন চৌধুরী ৬ টি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপীয় সমর্থকদের বর্ষসেরা মেসি-রোনাল্ডো,  নেই নেইমার

ইউরোপীয় সমর্থকদের বর্ষসেরা মেসি-রোনাল্ডো, নেই নেইমার

জাদুকরী মেসি আবারও মুগ্ধতা ছড়ালেন

জাদুকরী মেসি আবারও মুগ্ধতা ছড়ালেন

রিয়ালের সঙ্গে জিদানের চুক্তি নবায়ন

রিয়ালের সঙ্গে জিদানের চুক্তি নবায়ন

জুতাজুড়ে মেসির পুরো জীবন কাহিনী

জুতাজুড়ে মেসির পুরো জীবন কাহিনী