ইউরো বাছাইপর্বের দুটি ম্যাচে জার্মান দলের মিডফিল্ডার টনি ক্রুস ও গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। আগামী মাসে শুরু হবে ইউরো বাছাই পর্বের খেলা। তবে প্রাথমিকভাবে তাকে নিয়েই বুধবার ২২ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ইওয়াখিম লুভ।
মাংসপেশিতে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রুস। আর বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন হাঁটুর চোটে ভুগছেন।
পায়ের পেশির চোটের কারণে বায়ার্ন মিউনিখের গোলরক্ষক নয়ার বুন্ডেসলিগায় দলের শেষ কয়েক ম্যাচে খেলতে পারেননি। তবে আগামী শনিবার হতে যাওয়া লাইপজিগের বিপক্ষে জার্মান কাপের ফাইনালের আগে দলের অনুশীলনে ফিরেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া জার্মানির উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরটা ভালো কাটেনি। ‘এ’ লিগ থেকে অবনমন হয়ে গেছে তাদের। অবশ্য ইউরো ২০২০ এর বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরুটা ভালো করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
‘সি’ গ্রুপে আগামী ৮ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলারুশের মাঠে খেলবে জার্মানি। তিন দিন পর ঘরের মাঠে এস্তোনিয়ার মুখোমুখি হবে তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।