আর্জেন্টিনার কোপা স্কোয়াডে মেসি-সুয়ারেজ-আগুয়েরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ এএম, ২৩ মে ২০১৯
আর্জেন্টিনার কোপা স্কোয়াডে মেসি-সুয়ারেজ-আগুয়েরো

ফাইল ছবি

বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি ও ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরোকে নিয়ে ২৩ সদস্যের কোপা আমেরিকার চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

ঘোষিত চূড়ান্ত দলে প্যারিস সেইন্ট জার্মেই উইঙ্গার এ্যাঙ্গেল ডি মারিয়াও দলে সুযোগ পেলেও জুভেন্টাস থেকে ধারে চেলসিতে যাওয়া স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের জায়গা হয়নি।

১৪ জুন (শুক্রবার) থেকে ব্রাজিলে শুরু হবে এবারের দক্ষিণ আমেরিকান অঞ্চলের সর্বোচ্চ ফুটবল আসর কোপা আমেরিকা। এই টুর্নামেন্টকে সামনে রেখে স্কালোনি বলেছেন, ‘জাতীয় দলের জন্য এরাই এই মুহূর্তের সেরা খেলোয়াড়।’

টুর্নামেন্টে গ্রুপ-‌‘বি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও অতিথি দল কাতার। এশিয়ান চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে কাতার ও জাপানকে এবারের কোপা আমেরিকায় অতিথি দল হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাশিয়া বিশ্বকাপের পর আট মাসের বিরতি দিয়ে গত মার্চে আর্জেন্টাইন স্কোয়াডে ফিরেছিলেন মেসি। মেসির মত ডি মারিয়াও বিশ্বকাপের পর ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে মার্চে জাতীয় দলে ফিরেছিলেন। তবে ম্যানচেস্টার সিটি তারকা আগুয়েরো রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬’র লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে পরাজয়ের পর প্রথমবারের মত দলে ফিরলেন।

এদিকে দল নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘সবাইকে খুশি করা সম্ভব নয়।’

১৯৯৩ সালের পর কোপা আমেরিকাসহ কোন বড় টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। গত পাঁচটি কোপা আমেরিকা আসরের চারটিতেই ফাইনালে ওঠেও রানার্স-আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

স্কোয়াড
গোলরক্ষক : অগাস্টিন মারচেসিন, ফ্রাংকো আরমানি, এস্তেবান আনড্রাডা।
ডিফেন্ডার : জারমান পাজ্জেলা, হুয়ান ফয়েথ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস আকুনা, রেনজো সারাভিয়া, রামিরো ফুয়েন্স মোরি, মিল্টন কাসকো।

মিডফিল্ডার : লিওনার্দো পারেডেস, এ্যাঙ্গেল ডি মারিয়া, গুইডো রড্রিগুয়েজ, গিওভানি লো সেলসো, রবার্তো পেরেরা, রড্রিগো ডি পল, এক্সেকুয়েল পালাসিয়স।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা, লটারো মার্টিনেজ, ম্যাটিয়াস সুয়ারেজ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলের নেতৃত্বে নেইমারকে চান না এডমিলসন

ব্রাজিলের নেতৃত্বে নেইমারকে চান না এডমিলসন

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

কোথাও যাচ্ছে না এমবাপে, থাকছেন পিএসজিতেই

কোথাও যাচ্ছে না এমবাপে, থাকছেন পিএসজিতেই

এরদোগানের সাথে ইফতারে ওজিল

এরদোগানের সাথে ইফতারে ওজিল