ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচেই ২-১ গোলে জিতেছিল লিভারপুল। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে আগামী ১ জুন আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে স্পারদের সামনে নামার কথা তাদের।
কিন্তু এই ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন।
বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। গত বছর রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারানোর আক্ষেপ কাটানোর সুযোগ পেয়ে খুশি হেন্ডারসন। ফেভারিট হিসেবে এই ম্যাচে টটেনহামের মুখোমুখি হবে তারা। কিন্তু অধিনায়ক জানেন, ধারণার বাইরে যে কোনও কিছু হয়ে যেতে পারে।
হেন্ডারসন বলেছেন, ‘আমরা সবাই জানি স্পাররা কতটা ভালো দল, তাদের সেরা খেলোয়াড় আছে। নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। তাই এটা হতে যাচ্ছে খুব কঠিন ফাইনাল। আমাদের প্রস্তুত থাকতে হবে।’
গত বছরের আক্ষেপ এবার কাটাতে চান এই মিডফিল্ডার, ‘খুব বেশি লোক ভেবেছিল না (এটা সম্ভব) মৌসুমের শুরুতে, বিশেষ করে গত মৌসুম যেভাবে শেষ হলো। এটা সবকিছু- ক্লাব, ভক্ত ও সংশ্লিষ্ট সবার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জন্য।’