কোথাও যাচ্ছে না এমবাপে, থাকছেন পিএসজিতেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২১ মে ২০১৯
কোথাও যাচ্ছে না এমবাপে, থাকছেন পিএসজিতেই

ফাইল ছবি

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে কোথাও যাচ্ছেন না, আগামী মৌসুম প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) কাটাবেন তিনি। ক্লাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বকাপ জয়ী এ তারকা ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। ২০ বছর বয়সি এ তারকা বলেছিলেন, ‘তিনি আরও দায়িত্ব নিতে চান, সেটি পিএসজিতে হোক, কিংবা অন্যত্র।’ লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জয়ের পর এমন মন্তব্য করেছিলেন তিনি।

এদিকে টুইটারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পিএসজি জানায়, ‘পিএসজি ও কিলিয়ান এমবাপের মধ্যে দুই বছরের জন্য একটি শক্তিশালী বন্ধন রচিত হয়েছে। যে গল্প আগামী মৌসুমেও চলবে।’

এমন একটি মুহূর্তে পিএসজি এ সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করলো যখন, রিয়াল মাদ্রিদ তাকে স্পেনে নিয়ে যেতে প্রচেষ্টা চালাচ্ছে বলে গুঞ্জন শুরু হয়েছে। রোববার এমবাপেও বলেন, ‘আমি যখন কোন কথা বলি, সেটি ভেবে-চিন্তেই বলি।’ এ সময় তিনি আরও বেশি দায়িত্ব গ্রহণের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

এমবাপে বলেন, পিএসজিতে হলে সেটি তো ভালোই। অন্যত্র হলেও সমস্যা নেই। অন্য কোথাও হলে সেটি হবে নতুন চ্যালেঞ্জ।

২০১৭ সালে মোনাকোর শিরোপা জয়ী দলে থাকা অবস্থা থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন এমবাপে। কিন্তু লিগ ওয়ানের রেকর্ড ভেঙে ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন তিনি।

চলতি বছরের শুরুতে রিয়াল মাদ্রিদের ডাক আউটে ফের ফিরেছেন জিনেদিন জিদান। তার প্রত্যাবর্তনের পর পরই এমবাপের সান্তিয়াগো বার্নব্যুতে যোগদানের গুজব জোড়ালো হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

এরদোগানের সাথে ইফতারে ওজিল

এরদোগানের সাথে ইফতারে ওজিল

ব্রাজিলের নেতৃত্বে নেইমারকে চান না এডমিলসন

ব্রাজিলের নেতৃত্বে নেইমারকে চান না এডমিলসন

ড্র দিয়ে মৌসুম শেষ করলো বার্সেলোনা

ড্র দিয়ে মৌসুম শেষ করলো বার্সেলোনা