কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১২ পিএম, ২০ মে ২০১৯
কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

ফাইল ছবি

বাংলাদেশের ফুটবলের অবস্থা খুব একটু ভালো না। বিশেষ করে পুরুষ ফুটবলারদের পারফম্যান্স তেমন চোখ পড়ার মতো না। তবে জেমি ডে বাংলাদেশের কোচ হিসেবে যোগদান করার পর বেশ কয়েকটি সাফল্য আসে। জেমি ডে ছোঁয়াতে সাফল্যের কারণেই তাকে ছাড়তে চাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ বছরের মে পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন জেমি ডে। তবে এই ইংলিশ কোচের সঙ্গে এক বছরের জন্য নতুন করে চুক্তি করেছে বাফুফে।

জাতীয় দলের সামনে এখন ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের মিশন। প্রাক বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। ৬ ও ১১ জুন অ্যাওয়ে ও হোম ম্যাচে লাওসের বাধা পেরোতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে লাল-সবুজ দল।

জেমি ডে গণম্যাধ্যমে বলেন, ‘দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে। ২৩ মে ঢাকায় যাচ্ছি। পরদিন ১০ দিনের ক্যাম্প করতে ব্যাংককে যাবো আমরা।

তিনি আরও জানান ‘লাওস ম্যাচের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছি। এই দল নিয়েই ব্যাংককে যাবো আমরা। সেখানে ছেলেরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। আশা করি, লাওস থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে পারবো।’

ব্যাংকক থেকেই ৩ জুন লাওসে যাবে জাতীয় দল। তার তিন দিন পরই প্রাক বাছাই পর্বের প্রথম ম্যাচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ড্র দিয়ে মৌসুম শেষ করলো বার্সেলোনা

ড্র দিয়ে মৌসুম শেষ করলো বার্সেলোনা

ব্রাজিলের নেতৃত্বে নেইমারকে চান না এডমিলসন

ব্রাজিলের নেতৃত্বে নেইমারকে চান না এডমিলসন

এরদোগানের সাথে ইফতারে ওজিল

এরদোগানের সাথে ইফতারে ওজিল

এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

এমবাপের জোড়া গোলে পিএসজির জয়