জাদুকরী মেসি আবারও মুগ্ধতা ছড়ালেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ এএম, ১৩ জানুয়ারি ২০১৮
জাদুকরী মেসি আবারও মুগ্ধতা ছড়ালেন

জাদুকরী মেসি আবারও জাদু দেখালেন। ছড়ালেন মুগ্ধতা। করলেন জোড়া গোল। দলের সেরা এ খেলোয়াড়ের নৈপুণ্যে দলও পেল বড় জয়।

বৃহস্পতিবার সেল্তা দে ভিগোকে ৫-০ গোলে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাম্প নউয়ে শেষ ষোলোর ফিরতি লেগে মেসি ছাড়া বাকি তিনটি গোল জর্দি আলবা, লুইস সুয়ারেস ও ইভান রাকিতিচের।

সপ্তাহখানেক আগে এই সেল্তার বিপক্ষেই অসংখ্য সুযোগ নষ্ট করায় জয় হাতছাড়া হয়েছিল বার্সার। তবে মেসি-সুয়ারেস ফেরায় শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠে দলটি। বিরতির আগেই চারবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে ফেলে তারা।

গোল উৎসবের শুরুটা করেন মেসি। খেলার ১৩ মিনিটে বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল হাফ ভলিতে জালে পাঠান এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। দুই মিনিট পর আবারও বাঁ দিকে আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে সতীর্থের ফিরতি পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

হ্যাটট্রিক হতে পারতো পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের; কিন্তু শট প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে ক্রসবারের একটু উপর দিয়ে চলে যাওয়া তা আর হয়নি।

এরপর প্রতিপক্ষের হাস্যকর ভুলে ব্যবধান আরও বাড়ান সুয়ারেস। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডেনমার্কের ফরোয়ার্ড সিস্তো গোলরক্ষককে ব্যকপাস দিতে গেলে বল আরেক জনের পায়ে লেগে চলে যায় উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের কাছে।

ম্যাচের ৬০তম মিনিটে মেসিকে তুলে নেন কোচ। নামেন উসমান দেম্বেলে। কিছুক্ষণ পর আন্দ্রেস ইনিয়েস্তাকেও ওঠিয়ে নেয় তারা। ৮৭তম মিনিটে দেম্বেলের কর্নারে হেডে শেষ গোলটি করেন ইভান রাকিতিচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালের সঙ্গে জিদানের চুক্তি নবায়ন

রিয়ালের সঙ্গে জিদানের চুক্তি নবায়ন

জুতাজুড়ে মেসির পুরো জীবন কাহিনী

জুতাজুড়ে মেসির পুরো জীবন কাহিনী

ক্রিস্টেনসেনের সঙ্গে চেলসির দীর্ঘমেয়াদী চুক্তি

ক্রিস্টেনসেনের সঙ্গে চেলসির দীর্ঘমেয়াদী চুক্তি

১৯ বছরেই মেসি-রোনালদোকে টপকে গেলেন তিনি

১৯ বছরেই মেসি-রোনালদোকে টপকে গেলেন তিনি