সমাজসেবামূলক কাজে অংশ নেওয়া এবং আঞ্চলিক ঐতিহ্যে রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসিকে সেরা নাগরিকের স্বীকৃতি দিলো কাতালোনিয়া সরকার।
স্পেনের এই অঞ্চলের সর্বোচ্চ নাগরিক এই সম্মানের নাম- ‘ক্রেয়ো দে সান্ত জার্দি’। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে এই স্বীকৃতি পেলেন মেসি।
১৯৮১ সাল থেকে এই সম্মান জানানো শুরু করে কাতালোনিয়া। ফুটবলারদের মধ্যে প্রথম এই সম্মাননা পেয়েছিলেন বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড় কিংবদন্তি জোহান ক্রুয়েফ।
মেসিসহ অন্যদের হাতে অন্যান স্মারক তুলে দেন কাতালোনিয়ার প্রেসিডেন্ট কুইম তোরা। সেখানে মেসির সঙ্গে ছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমিয়ো। উপস্থিত ছিলেন ক্লাবের আরও অনেক শীর্ষ কর্মকর্তা।
ফুটবলের বাইরেও নানা সমাজসেবামূলক উদ্যোগেও সক্রিয় থাকেন মেসি। নিজের ফাউন্ডেশনে শিশুদের জন্য কাজ, ক্যান্সারে আক্রান্ত শিশুদের পাশে থাকাসহ আরও অনেক সেবামূলক কাজ করে থাকেন এই আর্জেন্টাইন তারকা খেলোয়াড়।