কোপা আমেরিকায় ফিরছেন নেইমার, বাদ মার্সেলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৮ মে ২০১৯
কোপা আমেরিকায় ফিরছেন নেইমার, বাদ মার্সেলো

ফাইল ছবি

ইনজুরি কাটিয়ে ব্রাজিল জাতীয় দলে নেইমার ফিরলেও, দল থেকে বাদ পড়েছেন তরুণ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলোর। কোপা আমেরিকাকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে ২৩ সদস্যের দল।

জুনের ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত ব্রাজিলের ছয়টি ভেন্যুতে চলবে কোপা আমেরিকার ৪৬তম আসর। আগামী বুধবার থেকে অনুশীলন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ভেনেজুয়েলা, বলিভিয়া ও পেরু। প্রতিযোগিতাটির আট বারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ বার ট্রফিটি জিতেছিল ২০০৭ সালে। বাংলাদেশ সময় আগামী ১৫ জুন সকালে বলিভিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গত জানুয়ারিতে পায়ে চোট পাওয়া নেইমার এপ্রিলে মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। এই চোটের কারণে মার্চে পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচেও ব্রাজিল দলে ছিলেন না এ ফরোয়ার্ড।

ব্রাজিল দলে ডাক পেয়েছেন ইতিলিয়ান সিরি আ’ তারকা অ্যালেক্স সান্দ্রো, লুকাস পাকুয়েতা, অ্যালান, জোয়াও মিরান্ডারা।

গোলরক্ষক
অ্যালিসন, ক্যাসিও ও এডারসন।
রক্ষণভাগ
মার্কুইনহোস, ফিলিপ লুইজ, অ্যালেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, এডার মিলিতো, মিরান্ডা, ফাগনার ও দানি আলভেস।
মধ্যভাগ
অ্যালান, কাসেমিরো, ফার্নান্দিনহো, আর্থার ও লুকাস পাকুয়েতা।
আক্রমণভাগ
গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, রবার্তো ফিরমিনো, ডেভিড নেরেস, এভারটন, ফিলিপে কুতিনহো ও নেইমার।



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার কোপা আমেরিকার প্রাথমিক দলে আগুয়েরো

আর্জেন্টিনার কোপা আমেরিকার প্রাথমিক দলে আগুয়েরো

২০২৩ এশিয়ান কাপের স্বাগতিক হচ্ছে চীন

২০২৩ এশিয়ান কাপের স্বাগতিক হচ্ছে চীন

নারী বিশ্বকাপে ব্রাজিলের নেতৃত্বে মার্তা

নারী বিশ্বকাপে ব্রাজিলের নেতৃত্বে মার্তা

জুভেন্টাস ছাড়ছেন কোচ আলেগ্রি

জুভেন্টাস ছাড়ছেন কোচ আলেগ্রি