দক্ষিণ আমেরিকার দেশগুলোর অংশগ্রহণে আগামী মাসেই শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। এ উপলক্ষে টুর্নামেন্টের আয়োজক দেশ ব্রাজিল দেশটিতে চিহ্নিত বিদেশি দাঙ্গাবাজদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে।
দেশটির আইন ও জননিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, সমস্যা সৃষ্টিকারী চিহ্নিত সমর্থকদের ফিরিয়ে দেবে সীমান্ত নিয়ন্ত্রণ ও ইমিগ্রেশন কর্মকর্তারা। অচিরেই এই নির্দেশ কার্যকর হবে।
ব্রাজিলের এজেন্সি কর্মকর্তারা বলেন, স্টেডিয়ামে চিহ্নিত দাঙ্গাবাজরদের শনাক্ত করার জন্য ‘ফেসিয়াল রিকগনেশন সিস্টেমও’ চালু করা হবে।
এশীয় চ্যাম্পিয়ন কাতার প্রথমবারের মত ব্রাজিলের এই কোপা আমেরিকায় অংশ নিতে যাচ্ছে। এই মহাদেশ থেকে দু’টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাকি দলটি হচ্ছে জাপান। এটি জাপানের দ্বিতীয়বারের মত অংশগ্রহণ।
ব্রাজিলের ৫টি শহরে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুন সাওপাওলোতে বলিভিয়ার মোকাবেলা দিয়ে কোপা মিশন শুরু করবে স্বাগতিক ব্রাজিল। টুর্নামেন্টের ফাইনাল ৭ জুলাই অনুষ্ঠিত হবে রিও ডি জেনিরোরর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে।