ইনজুরিতে কৌতিনিয়োর ফাইনাল অনিশ্চিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৪ মে ২০১৯
ইনজুরিতে কৌতিনিয়োর ফাইনাল অনিশ্চিত

এই মৌসুমে এমনিতেই তোপের মুখে রয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। ৫৩ ম্যাচে গোল করেছেন ১১টি! তার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট অনেকেই। দুঃসময়ে আরও বিপদ বাড়ালো হ্যামস্ট্রিংয়ের ইনজুরি। তাতে কেপা দেল রের ফাইনালে অনিশ্চিত হয়ে পড়েছেন বার্সেলোনা মিডফিল্ডার।

গেতাফের বিপক্ষে রবিবার ২-০ গোলে জয়ের দিনে চোট আক্রান্ত হন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে কৌতিনিয়ো মাঠের বাইরে চলে গেলে বদলি হিসেবে নামেন টিনএজ ফরোয়ার্ড এবেল রুইস। যার এবারই প্রথম অভিষেক হলো দলের হয়ে।

সেই চোটের পর বার্সা জানায় সাবেক লিভারপুল প্লে মেকার বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন। মাঠের বাইরে থাকবেন ১০ দিনের মেতা। তাতে রবিবার লিগের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

চোট আঘাতে বেশ বিপদেই আছে বার্সা। ফাইনালের আগে ফিট হওয়ার দৌড়ে অপেক্ষায় থাকতে হচ্ছে ওসমান দেম্বেলেকেও, তবে ছিটকে গেছেন লুই সুয়ারেস। গত সপ্তাহে হাঁটুর চোটের কারণে সার্জারি করাতে হয়েছে উরুগুইয়ান তারকাকে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে সুয়ারেজ

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে সুয়ারেজ

দর্শককে ঘুষি মেরে নিষিদ্ধ নেইমার

দর্শককে ঘুষি মেরে নিষিদ্ধ নেইমার

ফাইনালের টিকিট বরাদ্দ নিয়ে সন্তুষ্ট উয়েফা

ফাইনালের টিকিট বরাদ্দ নিয়ে সন্তুষ্ট উয়েফা

ব্যর্থতার পরও বার্সেলোনার সমর্থন পেয়েছেন ভালভার্দে

ব্যর্থতার পরও বার্সেলোনার সমর্থন পেয়েছেন ভালভার্দে