চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পরও ক্লাব সভাপতি জোসেপ বার্তোমেউ’র সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ১ম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকার পরও গত মঙ্গলবার ফিরতি লেগে লিভারপুলের কাছে ৪-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি ছিল এ যাবতকালে লিভারপুলের সেরা প্রত্যাবর্তন।
ওই পরাজয় ক্লাবটিতে ভালভার্দের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে গেছে। যদিও দায়িত্ব পালন করে যাবার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি সেটি নিয়ে ভাবছি না। মোটেই না। আমি ভালো আছি। দায়িত্ব চালিয়ে যাবার মত সামর্থ্যও আছে। এখন আমার যেটি করতে হবে সেটি হচ্ছে এক ধাপ আগে বেড়ে পরিস্থিতির মোকাবেলা করা। পাথরের নিগে লুকিয়ে থেকে লাভ নেই।’
তিনি আরও বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলেছি। আমি সব সময় তার সমর্থন পেয়ে থাকি, ক্লাবের সমর্থন পেয়ে থাকি। জানি, যখন এরকম একটি বিপর্যয়ের মুখে পড়বেন, তখন সব কিছুই নড়বরে হয়ে যায়। মনে হয় শিশুদের মত সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। কিন্তু আপনাকে পুনর্গঠন করতে হবে।’
ইতোমধ্যে লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। চলতি মাসের শেষদিকে কোপা দেল রের ফাইনালে ভ্যালেন্সিয়াকে হারাতে পারলে লাভ করবে ঘরোয়া টুর্নামেন্টের দ্বিমুকুট। কিন্তু দু’টি ট্রফি মিলেও লিভারপুলের কাছে হারের ক্ষত পূরণ করতে পারবে না।