প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করতে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প ছিলো না ম্যানচেস্টার সিটির। অধিনায়ক ভিনসেন্ট কম্পানির দর্শনীয় গোলে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে সিটিজেনরা। লিস্টার সিটিকে তারা হারিয়েছে ১-০ গোলে। প্রিমিয়ার লিগ শিরোপা অক্ষুণ্ন রাখতে আর একটি জয় প্রয়োজন পেপ গার্দিওলার শিষ্যদের।
ম্যাচে একটা সময় পর হতাশা গ্রাস করতে বসেছিলো সিটিকে। দীর্ঘক্ষণ জালের ঠিকানা খুঁজে পাচ্ছিলো না তারা। খেলা শেষ হতে ২০ মিনিট বাকি থাকতে অসাধারণ গোলে স্বস্তি ফেরান কম্পানি। বক্সের বাইরে থেকে করেন দর্শনীয় গোল। যা তার মৌসুমেরও প্রথম গোল!
এই ম্যাচ জয়ের আগে লিভারপুলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে ছিলো ম্যানসিটি। এখন ৩৭ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে বসলো তারা। সমান ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে পরেই আছে লিভারপুল।
এই জয়ের ফলে মৌসুমের শেষ সপ্তাহে শিরোপা নিশ্চিতের লড়াইয়ে চালকের আসনে এখন সিটিজেনরা। পরের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে জিতলেই টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার দল। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে লিভারপুল যা ফলই করুক না কেন। তা আর বিবেচ্য হবে না।