ভারতে খেলা হচ্ছে না সাবিনার, ফিরছেন দেশে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৭ মে ২০১৯
ভারতে খেলা হচ্ছে না সাবিনার, ফিরছেন দেশে

ইন্ডিয়ান উইমেন্স লিগ খেরতে সোমবার (৬ মে) পাঞ্জাবের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে ভারত পৌঁছেই শুনতে পেলেন দুঃসংবাদ, ভারতের লিগে খেলা হচ্ছে না তার।

কলকাতা হয়ে পাঞ্জাবে যাওয়ার কথা ছিল সাবিনার। সেই অনুযায়ী সোমবার ঢাকা থেকে কলকাতায় পৌঁছান তিনি। তবে সেখানে নেমে জানতে পারেন, বিদেশি কোটায় খেলোয়াড় নিবন্ধনের সুযোগ শেষ।

জানা গেছে, বিদেশি কোটায় খেলোয়াড় নিবন্ধনের বিষয়টি জানা ছিল না গোকুলাম কেরালা এফসি কর্মকর্তাদের। তারা জানতেন না ৫ মে লিগ শুরু হওয়ার পর বিদেশি খেলোয়াড় নিবন্ধন করার কোনো সুযোগ নেই। যে কারণেই এমন সমস্যার সম্মুখিন হতে হয়েছে বাংলাদেশের এ অধিনায়কের।

কেরালা রাজ্যের ক্লাব গোকুলামের হয়ে খেলার কথা ছিল সাবিনার। এক মাসের চুক্তির কপিও পাঠিয়েছিল তারা। তবে ক্লাব কর্তৃপক্ষের গাফিলতির কারণে এখন তাকে দেশে ফিরে আসতে হচ্ছে। আজ (মঙ্গলবার) দুপুরে এক ফ্লাইটে কলকাতা থেকে দেশে ফিরে আসবেন তিনি।

এর আগে ভিসা না পাওয়ায় চায়নিজ-তাইপের লিগ খেলতে যেতে পারেননি সাবিনা খাতুন। তাইপে লিগ খেলার আশায় ভারতের সাবেক ক্লাব সিথু এফসির প্রস্তাবও ছেড়ে দিয়েছিলেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফের ভারতীয় ফুটবল লিগে সাবিনা

ফের ভারতীয় ফুটবল লিগে সাবিনা

মনিকার গোল জায়গা পেল ফিফার সেরার তালিকায়

মনিকার গোল জায়গা পেল ফিফার সেরার তালিকায়

উড়তে থাকা বার্সেলোনাকে হারিয়ে দিল পুচকে সেল্টা ভিগো

উড়তে থাকা বার্সেলোনাকে হারিয়ে দিল পুচকে সেল্টা ভিগো

ডিয়াজের জোড়া গোলে রিয়ালের জয়

ডিয়াজের জোড়া গোলে রিয়ালের জয়