চাইনিজ তাইপের একটি ক্লাবের হয়ে খেলার কথা ছিলো বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের। সেখানকার ভিসা না পাওয়ায় খেলা আর হয়নি। তবে ভারতীয় লিগে খেলার আমন্ত্রণ পাওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
দ্বিতীয়বারের মতো সেখানকার লিগে খেলতে আজ সোমবার সন্ধ্যায় ভারতের বিমানে উঠছেন এই স্ট্রাইকার।
এবার সাবিনা খেলবেন গোকুলাম কেরালা এফসির হয়ে। পাঞ্জাবের লুধিয়ানায় ইতোমধ্যে লিগ শুরু হয়ে গেছে। সাবিনার দলের একটি ম্যাচ হয়েও গেছে।
লিগ বলা হলেও আদতে তাতে ১৪টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। শীর্ষ চার দল নিয়ে হবে সেমিফাইনাল। সাবিনার ভারতীয় লিগে খেলতে যাওয়া নিয়ে বিস্তারিত জানান জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘সাবিনা আবারো ভারতের লিগে খেলতে যাচ্ছে। আজ সন্ধ্যায় রওনা হচ্ছে। এটা দেশের মহিলা ফুটবলের জন্য ভালো খবর। আশা করছি আগেরবারের মতো এবারো সাবিনা ভারতে ভালো করবে।’
গত বছর ভারতের সেথু এফসির হয়ে ৬ গোল করেছেন সাবিনা। এর আগে দুবার খেলেছেন মালদ্বীপ লিগে।