উড়তে থাকা বার্সেলোনাকে হারিয়ে দিল পুচকে সেল্টা ভিগো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৫ মে ২০১৯
উড়তে থাকা বার্সেলোনাকে হারিয়ে দিল পুচকে সেল্টা ভিগো

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামালো সেল্টা ভিগো। লা লিগায় মেসির বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে দিয়েছে পুচকে এ ফুটবল দল। এর ফলে লিগে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্টরা।

শনিবার রাতে সেল্টার ডেরায় আতিথ্য নেয় বার্সা। এদিন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, আর্তুরো ভিদাল ও ফিলিপে কুতিনহোসহ মোট ৮ জনকে বেঞ্চে রেখে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় তারা। পঞ্চম মিনিটে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন উসমানে ডেম্বেলে। অবশ্য প্রথমার্ধে গোল হজম করতে হয়নি তাদের।

তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিতে বার্সা শিবিরে শুরু থেকেই চাপ সৃষ্টি করে আসছিল সেল্টা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। প্রতিপক্ষ শিবিরের জালে বল জড়ান মেক্সিকোর ডিফেন্ডার নেস্তোর।

তবে অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে তা বাতিল করে দেন রেফারি। কিন্তু ৬৭ মিনিটে বিমুখ হতে হয়নি তাদের। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে দারুণ ভলিতে নিশানাভেদ করেন মাক্সি গোমেজ।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেল্টা। অন্যদিকে আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে বার্সা। ৮৮ মিনিটে গড়বড় করে ফেলে ব্লাউগ্রানারা। নিজেদের ডি-বক্সে ডিফেন্ডার সামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াগো আসপাস।

এদিকে হেরে গেলেও সমস্যায় পড়েনি বার্সেলোনা। কারণ আগেই স্পেনসেরা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। সবমিলিয়ে এবারের লা লিগায় এটি তাদের তৃতীয় পরাজয়।

৩৬ ম্যাচে ২৫ জয় ও ৮ ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৩। এদিকে মূল্যবান জয়ে লিগে টিকে থাকার সম্ভাবনা জোরালো করলো সেল্টা। ৪০ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে ওঠে এলো দলটি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপা লিগে আর্সেনালের জয়, চেলসির ড্র

ইউরোপা লিগে আর্সেনালের জয়, চেলসির ড্র

বঙ্গমাতা গোল্ডকাপে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ- লাওস

বঙ্গমাতা গোল্ডকাপে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ- লাওস

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

রোনালদোর গোলে মান বাঁচলো জুভেন্টাসের

রোনালদোর গোলে মান বাঁচলো জুভেন্টাসের