গোল্ডেন শুর দৌড়ে বড় ধাক্কা খেলেন কাইলিয়ান এমবাপে। ফরাসি কাপ ফাইনালে রেনের খেলোয়াড়কে বেপরোয়া ট্যাকল করে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকার।
রেনের বিপক্ষে পেনাল্টি শুটআউটে শিরোপা হারিয়েছে পিএসজি। গত মঙ্গলবারের ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ দিকে প্রতিপক্ষের খেলোয়াড় দামিয়েন দা সিলভার হাঁটুতে আঘাত করেন ২০ বছর বয়সী স্ট্রাইকার। রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠছাড়া করেন।
বিপজ্জনক এই ফাউলের শাস্তি শুক্রবার পেলেন এমবাপে। লিগ ওয়ানে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করা পিএসজির আরও চারটি ম্যাচ খেলার বাকি। তিন ম্যাচের একটি এরই মধ্যে পার করায় পরের দুটিতে খেলতে পারবেন না ফরাসি তারকা। কারণ মঁপেইর বিপক্ষে গত ম্যাচে খেলেননি তিনি। নিস ও অ্যানজারের বিপক্ষে পরের দুটি ম্যাচ নিষিদ্ধ থাকবেন এমবাপে।
দিহোন ও রেইমের বিপক্ষে মৌসুমের শেষ দুটি ম্যাচে আবার দেখা যাবে ফরাসি তারকাকে। এমবাপেকে নিষিদ্ধ করার পাশাপাশি নেইমারের বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের দায়ে তদন্ত শুরু করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। কাপ ফাইনালে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে ওঠার সময় গ্যালারির এক দর্শককে ঘুষি মারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেফারিকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করায় এরই মধ্যে আগামী চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন নেইমার।
এমবাপের এই নিষেধাজ্ঞায় হ্যাটট্রিক গোল্ডেন শু জয়ের দৌড়ে এগিয়ে গেলেন লিওনেল মেসি। লা লিগায় ৩২ ম্যাচে ৩৪ গোল করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড, আরও তিন ম্যাচ বাকি আছে। আর লিগ ওয়ানে এমবাপের গোল ৩০টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়ার লড়াইয়ে এই দুজনের আশেপাশে আর কেউ নেই।