ফ্রান্স তারকা পল পগবার বিশ্বকাপ জয়ী বুটের দাম উঠেছে ৩০ হাজার ইউরো। গত বছর পগবা যে বুট জোড়া পড়ে ফ্রান্সকে বিশ্বকাপ ফুটবলের শিরোপা এনে দিয়েছিলেন সেই বুট সোমবার নিলামে এ দামে বিক্রি হয়েছে।
ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পাওয়া ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পগবা। হাই স্কুল ছাত্রদের ঝুকিপূর্ণ কাজ পরিহার সংক্রান্ত কাজে নিয়োজিত একটি দাতব্য সংস্থাকে তিনি দান করেছেন বুট জোড়া।
নিলামে তোলার সময় দাতব্য সংস্থাটির প্রত্যাশা ছিল বুট জোড়ার দাম উঠবে ৩৫ থেকে ৫০ হাজার ইউরোর মধ্যে। ২০১৬ সালের ইউরো কোয়ার্টার ফাইনালে আইসল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের হয়ে অংশ নেয়ার সময় পরিহিত টিশার্টও দান করেছেন পগবা। ওই ম্যাচেও গোল করেছিলেন তিনি। যেটি বিক্রি হয়েছে চার হাজার ইউরোতে।
২০১৭ সালে হল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বে অংশগ্রহণের সময় পরিহিত পগবার শার্টটি বিক্রি হয়েছে ৩ হাজার ইউরোতে। ২০১৭ সালে ইউনাইটেডের হয়ে ওয়েস্টহ্যামের বিপক্ষে খেলা জার্সিটি বিক্রি হয়েছে ৪০০ ইউরোতে।
তবে দাতব্য সংস্থাকে উপহার হিসেবে দেয়া তার বেশ কয়েকটি জার্সি অবিক্রিত থেকে গেছে। যার মধ্যে আছে ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগে ইতালীয় ক্লাব জুভেন্টাসের হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলা ম্যাচের জার্সিটিও।