বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপে মঙ্গোলিয়াকে হারিয়েছে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলেে উড়িয়ে দিয়েছে মনিকা-তহুরারা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে মঙ্গোলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। কিন্তু কোন আক্রমণই ঠিক মতো কাজে লাগছিল না।
গোল শূণ্য থেকেই ম্যাচ শেষ হতে যাচ্ছিলো প্রথমার্ধ। কিন্তু ম্যাচে প্রথমার্ধে শেষে অতিরিক্ত আরও দুই মিনিট যোগ করা হয়। এরপরই সুযোগটি কাজে লাগায় বাংলাদেশ। ৪৫ মিনিটে পেনাল্টি এরিয়ার মধ্যে থেকে মনিকার সরাসরি শট মঙ্গোলিয়ার জালে প্রবেশ করে।
দ্বিতীয়ার্ধে নেমে বাংলাদেশের মেয়ের গোল করার জন্য আরও মরিয়া হয়ে উঠে। কিন্তু ফের বার বার সুযোগ হাত ছাড়া হচ্ছিলো।
তবে বাংলাদেশের কোচের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে দেশের মেয়েরা। ভাবাই হচ্ছিলো মঙ্গোলিয়ার মেয়েদের শারীরিক গঠনের কারণে বাংলাদেশের মেয়েরা পিছিয়ে রয়েছে। এ থেকে মঙ্গোলিয়ার মেয়েরাই বেশি সুবিধা পাবে। কিন্তু ম্যাচে এসে ভুল প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা।
ম্যাচে প্রতিটা সময়ই আধিপত্য ছিল বাংলাদেশের। যখন বার বার সুযোগ হাত ছাড়া হচ্ছিলো তখন ৬৮ মিনিটে সুযোগ কাজ লাগিয়ে গোল করেন মার্জিয়া। ফলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর মানসিক ভাবে দূর্বল হয়ে পড়ে মঙ্গোলিয়ার মেয়েরা। ফলে সেই সুযোগটি কাজে লাগান তহুরা খাতুন। ম্যাচে ৮৪ মিনিটে গোল করে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্নকে আরও শক্তিশালী করেন।
শেষ পর্যন্ত আরও কোন গোল না হওয়ায় মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। আগামী ৩ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।