বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপের ফাইনালে উঠার লড়াইয়ে মঙ্গোলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। মনিকার চাকমার দুর্দান্ত গোলে সেমিফাইনালের ম্যাচে এগিয়ে আছে বাংলাদেশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলতে নেমে শুরুতেই আক্রমণ শুরু করে বাংলাদেশে মেয়েরা। তবে বার বার সুযোগ হাত ছাড়া করে বাংলাদেশ।
ম্যাচে প্রথমার্ধে শেষে অতিরিক্ত আরও দুই মিনিট যোগ করা হয়। এরপরই সুযোগটি কাজে লাগায় বাংলাদেশ। ৪৫ মিনিটে পেনাল্টি এরিয়ার মধ্যে থেকে মনিকার সরাসরি শট মঙ্গোলিয়ার জালে প্রবেশ করে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের জয়ে মিশন শুরু বাংলাদেশের। পরের ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে জয় ২-১ গোলের। দুই ম্যাচেই গোল করেন কৃষ্ণা রানী। অন্যদিকে প্রথম ম্যাচে এক গোল করেন স্বপ্না। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে আঘাত পান দুজনই। তাই সেমিফাইনালে এই দুই ফুটবলারকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশে।
এদিকে প্রথম সেমিফাইনালে কিরগিজস্তানকে হারায় লাওস। কিরগিজস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে পূর্ব এশিয়ার দেশটি। তাই বাংলাদেশ যদি আজকের ম্যাচে জয় লাভ করতে পারে তাহলে ফাইনালে প্রতিক্ষ হবে লাওস।