ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১:৩২ এএম, ৩০ এপ্রিল ২০১৯
ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা

বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপের ফাইনালে উঠার লড়াইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

গ্রুপ ম্যাচে চোট পাওয়া কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্নার এ ম্যাচে খেলার সম্ভাবনা কম। বিকল্প হিসেবে সাজেদা ও তহুরা খাতুনকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন বাংলাদেশ কোচ। দুই গ্রুপ ম্যাচের ভুল শুধরে এ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় না থাকলেও জয়ের বিকল্প ভাবছেন না বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। তার কথায়, ‘স্বপ্না ও কৃষ্ণার লিগামেন্টে লেগেছে। তাদের বিকল্প হিসেবে সাজেদা ও তহুরা রয়েছে। ম্যাচের জন্য যাদের পাচ্ছি, তাদের নিয়েই ভালো খেলা সম্ভব। নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলে বড় জয়েই আমরা ফাইনালে উঠতে পারব।’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের জয়ে মিশন শুরু বাংলাদেশের। পরের ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে জয় ২-১ গোলের। দুই ম্যাচেই গোল করেন কৃষ্ণা রানী। অন্যদিকে প্রথম ম্যাচে এক গোল করেন স্বপ্না। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে আঘাত পান দুজনই।

কিরগিজদের রাফ ট্যাকলের কারণেই দুই ফরোয়ার্ড ইনজুরিগ্রস্ত হয়েছেন বলে মনে করেন বাংলাদেশ কোচ। মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচেও রাফ ট্যাকল মোকাবেলা করতে হবে উল্লেখ করে কোচ জানিয়েছেন, এজন্য দলের সদস্যরা প্রস্তুত।

‘কিরগিজস্তানের মতো মঙ্গোলিয়াও শারীরিক শক্তি প্রয়োগ করতে চাইবে। এটি মাথায় রেখেই খেলার কৌশল ঠিক করেছি। মেয়েদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে’—জানান গোলাম রাব্বানী ছোটন।



শেয়ার করুন :


আরও পড়ুন

কিরগিজস্তানকে উড়িয়ে ফাইনালে লাওস

কিরগিজস্তানকে উড়িয়ে ফাইনালে লাওস

কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের মেয়েরা

কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের মেয়েরা

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া

৬০০তম গোলের অনন্য মাইলফলকে রোনালদো

৬০০তম গোলের অনন্য মাইলফলকে রোনালদো