সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ এএম, ২৮ এপ্রিল ২০১৯
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া

তাজিকিস্তানকে শনিবার ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লাওস। আগের ম্যাচে তাদের কাছে বিধ্বস্ত হলেও মঙ্গোলিয়া এক ম্যাচ জেতায় দলটির সঙ্গে সেমিফাইনালে, গ্রুপ রানার্স-আপ তারা। গ্রুপের শেষ ম্যাচের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে বাংলাদেশের শেষ চারের প্রতিপক্ষও নিশ্চিত হয়ে গেছে। গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে স্বাগতিকরা সেমিফাইনালে লড়বে মঙ্গোলিয়াকে।

আগামী মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে মঙ্গোলিয়ার। আগের দিন সোমবার লাওস ও কিরগিজস্তানের মধ্যে হবে প্রথম সেমিফাইনাল।

মঙ্গোলিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল লাওস। এবার তাজিকিস্তানের বিপক্ষে গোল উৎসব করলো তারা সেসামোনে ইন্থাফোনের হ্যাটট্রিকে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা লাওস। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রানার্স-আপ মঙ্গোলিয়া। তাজিকরা খালি হাতে বিদায় নিলো টুর্নামেন্ট থেকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাওস শুরু থেকে আক্রমণাত্মক খেলে, প্রথমার্ধেই তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় তারা। চতুর্থ মিনিটে মিডফিল্ডার আনোতা চান্থিথংয়ের পাস থেকে দলকে এগিয়ে দেন পি। দ্বিতীয় গোলটি এসেছে আরও ২১ মিনিট পর। চান্থিথং এবার গোলের খাতায় নাম লিখেন।

পি ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন। তাতে প্রথমার্ধ লাওস শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় তারা। ৭৫ মিনিটে পির অ্যাসিস্টে ইন্থাফোনে দলের চতুর্থ গোল করেন। আর খেলা শেষ হওয়ার এক মিনিট আগে লাওসের এই খেলোয়াড় ৫-০ করেন। ইনজুরি সময়ে এই টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন ইন্থাফোনে।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের মেয়েরা

কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের মেয়েরা

জয় দিয়ে বঙ্গমাতা গোল্ড কাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা

জয় দিয়ে বঙ্গমাতা গোল্ড কাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা

কিরগিজস্তানের জয়ে সেমিতে বাংলাদেশ

কিরগিজস্তানের জয়ে সেমিতে বাংলাদেশ

বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের ট্রফি উন্মোচন

বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের ট্রফি উন্মোচন